গত ডিসেম্বরে ক্রিসমাসের দিনই প্রথমবার সকলের সামনে রাহাকে এনেছিলেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ২০২২ সালে রালিয়ার কোল আলো করে আসে একরত্তি। কাপুর এবং ভাট পরিবারের সকলের চোখের মণি ছোট্ট রাহা। ঠাকুরদা রাজ কাপুরের মতো তাঁর নীল চোখ। রাহাকে প্রথম ঝলক দেখলেই কারও চোখ সরবে না। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে একরত্তি।
ঋষি কাপুরের কোলে ছোট্ট রাহা
একটি ছবি সম্প্রতি আগুনের মতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বর্গীয় দাদু ঋষি কাপুরের কোলে রাহাকে ছবি দেখে রীতিমতো অবাক হয়েছেন অনেক নেটিজেন। সোনি রাজদান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মন ভালো করা ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে প্রয়াত ঋষি কপুর একটি শিশুকে কোলে ধরে আছেন। আদতে এই ছবি এক ভক্তের এডিট করা। রাহা কাপুরের মুখের সঙ্গে ডিজিটালি এডিটও করা হয়েছে ছবিটি। সোনি আদর করে লিখেছেন, 'এটা এত ভালো এডিটিং যে আমাদের মন আনন্দে ভরিয়ে দিয়েছে। অনেক ধন্যবাদ।’ আরও পড়ুন: ভারতের প্রধানমন্ত্রী হতে চান? ‘ছবিটা দেখার পর..’, কঙ্গনার জবাব শুনলে চমকে উঠবেন
সোনি তাঁর ইনস্টা স্টোরিতে মেয়ে আলিয়া ভাট এবং রণবীর কপুরের বোন ঋদ্ধিমা কাপুর সাহনিকেও ট্যাগ করেছেন। ছবিতে নীল রঙের টি-শার্ট পরে রয়েছেন ঋষি কাপুর। তাঁর কোলে দেখা মিলেছে ছোট্ট রাহার। খুদের মাথায় রুপোলি রঙের ক্রাউন। সোনি রাজদানের ইনস্টা স্টোরি রিপোস্ট করে ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুরও এডিটিং-এর প্রশংসা করেছেন। সেই ছবিই সোশ্যাল ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
রাহার জন্মের আগে প্রয়াত ঋষি কাপুর
লিউকেমিয়া (ব্লাড ক্যানসার)-এর সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর ২০২০ সালের ৩০ এপ্রিল প্রয়াত হন ঋষি কাপুর। তার দু'বছর বাদেই মুম্বইয়ে একটি ঘরোয়া বিয়ের অনুষ্ঠান করে বিয়ে সারেন রণবীর কাপুর এবং আলিয়া ভাট। রাহার জন্মের আগেই ঋষি কাপুর চলে যাওয়ায় নাতনিকে আর দেখা হয়নি তাঁর।
যিশুর জন্মদিনে মেয়ে রাহাকে প্রকাশ্যে আনেন ‘রালিয়া’। এতদিন পাপারাৎজিদের বারণ করেছিলেন রাহার ছবি তুলতে, সেই নিষেধাজ্ঞা এদিন তুলে দিয়েছিলেন তারকা দম্পতি। বাবা না মা— কার মতো দেখতে হয়েছে রণবীর কন্যাকে? অধিকাংশেরই মত রণবীরের প্রয়াত বাবা ঋষি কাপুরের প্রতিচ্ছবি নাতনি। রাহার বড়বড় চোখ আর মিষ্টি হাসিতে মুগ্ধ সকলে।
রালিয়ার বিয়ে
২০২২ সালের এপ্রিল মাসে মুম্বইয়ে নিজেদের অ্যাপার্টমেন্টেই বিয়ের পর্ব সারেন রণবীর-আলিয়া। পরিণতি পায় তাঁদের পাঁচ বছরের প্রেম সম্পর্ক। বিয়ের দেড় মাসের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান অভিনেত্রী। ৬ই নভেম্বর আলিয়ার কোল আলো করে আসে রাহা। গত অক্টোবরে এক বছর পূর্ণ করেছে রাহা। এক বছর এক মাস বয়স হতেই মেয়েকে দুনিয়ার সামনে আনেন তারকা দম্পতি।