বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাওয়াত। বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করে চর্চায় থাকেন এই অভিনেত্রী। আজকাল তার নতুন ছবি 'এমারজেন্সি'-এর জন্য খবরে রয়েছেন। এই ছবিতে অভিনেত্রীকে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে। সম্প্রতি তেলুগু সিনেমা 'রাজাকার'-এর ট্রেলার লঞ্চে অংশ নিয়েছিলেন কঙ্গনা। এ সময় অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, দেশের প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা কি কখনও তাঁর মাথায় এসেছে? মজার ভঙ্গিতে এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
ট্রেলার লঞ্চ ইভেন্টে এসে উত্তরে কঙ্গনা বলেন, ‘আমি শুধু ‘এমারজেন্সি’ নামে একটা সিনেমা করেছি। আর সেই ছবিটা দেখার পর আমার মনে হয় না, কেউ আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন'। এরপর তিনি জোরে জোরে হাসতে থাকেন। আসলে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কঙ্গনা বলেছিলেন তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন। কিন্তু, রাজনৈতিক মতাদর্শ পূর্ণ একজন ব্যক্তি। আরও পড়ুন: একা থাকা কতটা উপভোগ করেন? ‘সিঙ্গেল' হওয়া নিয়ে কী জানিয়েছেন সলমন, টাবু, অক্ষয়রা
টুইট করে ২০২৩ সালে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমি একজন সংবেদনশীল এবং বিবেকবান ব্যক্তি। কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমাকে অনেকবার রাজনীতিতে যোগ দিতে বলা হয়েছিল। আমি দিইনি।’ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার উরফি জাভেদের একটি টুইটের জবাবে একথা বলেন তিনি। আরও পড়ুন: কোট-প্যান্টে বিয়ে বাড়িতে অরুণ দা, রাগের চোটে পুরো ধুয়ে দিলেন ‘নন্দিনী দির ভাইকে’
২০২৩ সালের নভেম্বরে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাঁর মনের ইচ্ছা প্রকাশ করেছিলেন কঙ্গনা। অভিনেত্রী এক সাংবাদিককে বলেছিলেন, ‘ভগবান কৃষ্ণ আশীর্বাদ করলে আমি লড়াইয়ে নামব।’ তবে এরপরের মাসেই তিনি রাজনীতিতে আসার খবর উড়িয়ে দেন।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের এক বিশেষ পর্ব অবলম্বনে তৈরি ছবি ‘এমারজেন্সি’। ছবিতে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও ছিলেন কঙ্গনা নিজেই। প্রসঙ্গত, গত বছরই মুক্তি পেয়েছিল এমাজেন্সির ট্রেলার। ২০২১ সালে ছবির ঘোষণা সেরেছিলেন অভিনেত্রী। কঙ্গনা আগেই জানিয়েছিলেন এমারজেন্সি তৈরি করার জন্য তিনি তাঁর সমস্ত সম্পত্তি বন্ধক রেখেছিলেন। ছবিটি লিখেছেন রীতেশ শাহ। আরও অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক এবং শ্রেয়াস তালপড়ে।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (আগের টুইটার)-এ কঙ্গনা রানাওয়াত লিখছিলেন, ‘প্রিয় বন্ধুরা, আমার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করার আছে। এমারজেন্সি হল শিল্পী হিসেবে আমার সারাজীবনের উপার্জিত অর্থ ও শিক্ষার ফসল। তাই এমারজেন্সি আমার জন্য শুধু একটা সিনেমা নয়, এটা আমার মূল্যের পরীক্ষা। ছবির টিজার ও অন্যান্য পোস্টগুলি আপনাদের সবার থেকে অনেক ভালোবাসা পেয়েছে। আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরা। আমি যেখানেই যাই আমাকে প্রশ্ন করা হয় এমারজেন্সির মুক্তির দিন নিয়ে।’
‘আমরা এর আগে ২০২৩ সালের ২৪ নভেম্বর এমারজেন্সি মুক্তির ঘোষণা করেছেন। তবে সেই সময় একটার পর একটা সিনেমা মুক্তি নিয়ে তারিখ ব্লক থাকার কারণে আমরা এমারজেন্সির মুক্তি পিছিয়ে দিচ্ছি। ২০২৪ সালের প্রথোমার্ধে মুক্তি পাবে এই সিনেমা’, লেখেন কঙ্গনা রানাওয়াত।