সদ্য বিয়ে সারলেন অভিনেত্রী শারমিন সেগাল। 'মালাল' দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন সঞ্জয় লীলা বনসালির ভাগ্নি শারমিন। পাত্রের নাম আমান মেহতা। তাঁদের রূপকথার বিয়ের ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। শারমিনকে আগামীতে দেখা যাবে 'হীরামান্ডি'-তে। ছবিতে আরও রয়েছেন রিচা চাড্ডা, সানজিদা শেখ, সোনাক্ষী সিনহা এবং অদিতি রাও হায়দারি সহ আরও অনেকে।
আরমান মেহতাকে বিয়ে করেছেন শারমিন সেগাল
এই বছরের শুরুতে বাগদান সেরেছিলেন শারমিন। পাত্র আমান মেহতা পেশায় এক মাল্টিন্য়াশনাল ফার্মাসিউটিক্যাল কোম্পানি টরেন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডিরেক্টর। শারমিন সেগাল তার ইনস্টাগ্রাম স্টোরিতে গ্র্যান্ড বিয়ের ছবি শেয়ার করেছেন।
বিয়ের দিন জটিল সূচিকর্ম এবং কাটওয়ার্ক সহ একটি ভারী কাজের মভ রঙের লেহেঙ্গা পরেছিলেন অভিনেত্রী। এদিকে আমান পরনে আইভরি রঙের শেরওয়ানি। একটি ছবিতে দেখা গিয়েছে দুজন হাত ধরে মণ্ডপে বসে আছেন। অপর ছবিতে শারমিনের মা বেলা বনসালি সেগালকেও দেখা গিয়েছে। ইতালিতে তাঁদের প্রি-ওয়েডিং সেরেছিলেন নব দম্পতি।
শারমিন সেগাল সম্পর্কে
বেলা বনসালি সেগাল এবং দীপক সেগালের মেয়ে শারমিন সেগাল। পেশায় অভিনেত্রী তিনি। ২০১৯ সালে সঞ্জয় লীলা বনসালির মালালের মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন, যেখানে মিজান জাফরিও অভিনয় করেছিলেন। আপাতত নতুন জীবনের শুভেচ্ছায় ভাসছেন নব দম্পতি।