সদ্য শেষ হয়েছে জি বাংলার খেলনা বাড়ি ধারাবাহিক। অবশ্য শ্যুটিং শেষ হয়েছে, শেষ সম্প্রচার হতে এখনও বাকি আছে। তার মাঝেই আরও এক ধারাবাহিক বন্ধের খবর মিলল। আর যা মন খারাপ করে দিয়েছে দর্শকদের বড় একটা অংশের।
খেলনা বাড়ির শেষ দিনের শ্যুটিং হয়ে গেলেও, সেই জায়গায় কোন ধারাবাহিক আসবে তা এখনও ঘোষণা করেনি জি বাংলা। ১৬ অক্টোবর থেকে বদলে গিয়েছিল খেলনা বাড়ির টাইমস্লট। রাত দশটা থেকে সরিয়ে করে দেওয়া হয়েছিল সাড়ে নটা। অর্গ্যানিক প্রোডাকশনের একটি নতুন মেগা শুরুর কথা আছে। সেই ধারাবাহিকে নায়িকা হিসেবে নাম উঠে আসছে ইন্দ্রাণী পাল, শ্বেতা ভট্টাচার্য-সহ একাধিক নায়িকার। আরও পড়ুন: পুজোর সপ্তাহে ধরাশায়ী অনুরাগের ছোঁয়া! ১ থেকে সোজা ৫, টিআরপি টপার জগদ্ধাত্রী না নিম ফুলের মধু?
খেলনা বাড়ির সঙ্গে আরও এক ধারাবাহিকের টাইম স্লট বদলেছিল। যা হল গৌরী এল। মূলত ইচ্ছে পুতুলকে তোমাদের রাণী-র সঙ্গে ভিড়িয়ে দিয়েই ঘটেছিল এত ঘটনা। কারণ, নিউ এজ ড্রামার সঙ্গে পেরে উঠছিল না দেবতাকেন্দ্রিক ধারাবাহিক গৌরী এলো। পাঠিয়ে দেওয়া হয় রাত ১০ টায়।
আর এবার এই গৌরী এলো-ই হবে বন্ধ। মানে রাত ১০টার স্লটও হচ্ছে ফাঁকা। ধারাবাহিক বন্ধ হওয়ার খবর নিয়ে মুখ খুললেন পরিচালক। দীপঙ্কর দে জানালেন, ‘যে কোনও ধারাবাহিক শুরু হলে, শেষ তো হবেই। তবে গৌরী এলো ধারাবাহিকের শেষ সম্প্রচার নিয়ে এখনও কিছু জানায়নি আমাদের চ্যানেল।’ ২০২১ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল গৌরী এলো-র পথ চলা। আরও পড়ুন: ‘আমাদের বড় ছেলে…’, শাহরুখের সঙ্গে আকাশ, ছবি দিয়ে কী লিখলেন ‘সৎ মা’ সুদীপা?
ধারাবাহিক বন্ধ নিয়ে মুখ খুললেন ইশান ওরফে বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ও। তবে জানালেন নিজেকে গ্ল্যামারের দুনিয়া থেকে একটু দূরে সরিয়ে রাখবেন কদিন। বিশ্বরূপ বলেন, ‘একটা চরিত্র শেষের পর অন্য একটা চরিত্রে নিজেকে ঢেলে নিতে একটু সময় লাগে। সেই সময়টা আমি নিজের গ্রাম পুরুলিয়ার মানুষদের জন্য কিছু করতে চাই।’
তবে শৈলজা ওরফে চান্দ্রেয়ী-কে যারা পছন্দ করেন তাঁদের জন্য রয়েছে সুখবর। ‘তুমি আশে পাশে থাকলে’-তে দেখা যাবে তাঁকে।
গত বছর খুব ধুমধাম করে পালিত হয়েছিল কালীপুজো গৌরী এলো-র সেটে। সিরিয়ালের কলাকুশলী থেকে শিল্পীরা, সকলেই খুব মানেন ঘোমটা কালী-কে। গৌরী এলো শেষ হলে পর কী হবে ঘোমটা কালী-র ভবিষ্যৎ, এখন সেটাই দেখার।