চলতি সপ্তাহের টিআরপি তালিকা দেখে অনেকেরই লাগবে বড়সড় ধাক্কা। যার কারণ শুধু অনুরাগের ছোঁয়ার টপার পজিশন থেকে ছিটকে যাওয়া নয়। সে তো এর আগেও বেশ কয়েকবার হাতছাড়া হয়েছে এই স্থান। তবে এবারে ১ থেকে নেমে সোজা পাঁচে। গত সপ্তাহেও টিআরপি রেটিং ছিল আটের ঘরে। আর এবারে মাত্র ৬.২।
এর সবচেয়ে বড় একা কারণ নিসন্দেহে দুর্গা পুজো। চলতি সপ্তাহে পুজোর টিআরপিই এসেছে সামনে। তবে আরেকটা কারণ হল মিশকার অনুপস্থিতি। অনুরাগের ছোঁয়া-কে জমিয়ে রাখে মিশকাই। আর সেই মিশকা জেলে যেতে, যেই না সূর্য-দীপার জীবন শান্ত হয়েছে, অমনিই মুখ ফিরিয়ে নিয়েছে দর্শক। যা বোঝাচ্ছে, সূর্য দীপা যতই জনপ্রিয়তা পাক, মিশকা ছাড়া তা অনেকটা নুন ছাড়া আলুসেদ্ধ ভাতের মতো।
চলতি সপ্তাহে বরং ভালো ফল জগদ্ধাত্রীর। জ্যাসে মজে রইল দর্শক দুর্গা পুজোর মরশুমেও। ৬.৭ রেটিং নিয়ে বেঙ্গল টপার হয়েছে জি বাংলার এই ধারাবাহিক। নিম ফুলের মধু-তেও ছিল দুর্গা পুজোর আবহ। আর দত্ত বাড়ির পুজোয় ছিল নতুন নতুন চমক। সঙ্গে আবার মির্চ মশলার মতো পর্ণা-সৃজনের ডিভোর্স। তাই খুব সহজেই ৬.৫ পেয়ে ধরে রেখেছে দ্বিতীয় পজিশন।
তিনে ফুলকি রয়েছে ৬.৪ নম্বর পেয়ে। সামান্য পিছিয়ে কার কাছে কই মনের কথা-র নম্বর ৬.৩। শিমুল আর তাঁর শাশুড়ির মধ্যেকার বন্ধুত্বই এখন এই ধারাবাহিকের ইউএসপি। যারা এতদিন এই ধারাবাহিকের সমালোচনা করে এসেছিলেন, তারাই এখন প্রশংসা করছেন।
রাভা বউকে হারিয়ে স্লট পেয়েছে লাভ বিয়ে আজকাল। রয়েছে ছয় নম্বরে। নিউ এজ লাভস্টোরির কাছে হার মানছে পাখি-র প্রেম আর সংসার। সেরা দশে জায়গা ধরে রাখল কোজাগরী মানে অপরাজিতা আঢ্য। টিভির পরিচিত এই মুখের সামনে ধরাশায়ী অবস্থা মিলির।
দেখে নিন চলতি সপ্তাহের সেরা দশের তালিকা-
প্রথম: জগদ্ধাত্রী (৬.৭)
দ্বিতীয়: নিম ফুলের মধু (৬.৫)
তৃতীয়: ফুলকি (৬.৪)
চতুর্থ: কার কাছে কই মনের কথা (৬.৩)
পঞ্চম: অনুরাগের ছোঁয়া (৬.২)
ষষ্ঠ: Love বিয়ে আজকাল (৫.৭)
সপ্তম: জল থই থই ভালোবাসা/ রাঙা বউ/ সন্ধ্যাতারা (৫.৩)
অষ্টম: হরগৌরী পাইস হোটেল/ ইচ্ছে পুতুল (৫.১)
নবম: তোমাদের রাণী (৫.০)
দশম: বাংলা মিডিয়াম (৪.৮)
গত সপ্তাহ থেকে যাকে নিয়ে এত লাফালাফি সেই ইচ্ছে পুতুলও কিন্তু বিকেলের স্লট ধরে রাখল কোনওরকমে। পেয়েছে ৫.১। যেখানে প্রতিপক্ষ তোমাদের রাণীর রেটিং ৫.০।