বাংলা নিউজ > বায়োস্কোপ > Nandini Didi's Reel Video: ‘ও সব আমার জন্য শক্ত’ বলেও রাস্তায় নেচে রিল বানায় নন্দিনী দিদি! জুটল ‘মিথ্যেবাদী’ তকমা

Nandini Didi's Reel Video: ‘ও সব আমার জন্য শক্ত’ বলেও রাস্তায় নেচে রিল বানায় নন্দিনী দিদি! জুটল ‘মিথ্যেবাদী’ তকমা

নন্দিনী দিদিকে পড়তে হল ট্রোলের মুখে 

Nandini Didi's Reel Video: ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা লক্ষাধিক। ডালহৌসীর পাইস হোটেলের মালকিন নন্দিনী ওরফে মমতা কিন্তু বরাবরই কিন্তু নেচে-গেয়ে রিল বানাতে ওস্তাদ। মুখে যদিও বলেন অন্য কথা…

মাস কয়েক ধরেই সোশ্যাল মিডিয়া সেনসেশন ‘স্মার্ট দিদি’ নন্দিনী ওরফে মমতা গঙ্গোপাধ্যায়। ডালহৌলিতে পাইস হোটেল চালান এই সুন্দরী। নন্দিনীর হাতের রান্না খেতে শহর কলকাতার অফিসপাড়ার মানুষ তো বটেই এমনকি ভিন রাজ্য থেকেও আজকাল ছুটে আসছেন মানুষজন। এই ভাইরাল সুন্দরীর হাতের রান্নার স্বাদ চেখে দেখতে সারাক্ষণই ভিড় উপচে পড়ছে দোকানে। বিশেষত ফুড ভ্লগাররা ভিড় জমান নন্দিনীর দোকানে। সোশ্যালে হু হু করে বাড়ছে দিদির জনপ্রিয়তা। এই মুহূর্তে শুধু ইনস্টাগ্রামেই এক লক্ষ ২৮ হাজার মানুষ ফলো করেন নন্দিনীকে।

সম্প্রতি নন্দিনীর এক মন্তব্য ঘিরে শোরগোল সোশ্যালে। তিনি এক ইউটিউবারকে বলেছেন-'ভাই তোমরা যারা অনলাইনে যারা রিলস বানাও, ইউটিউবে শর্টস বানাও, আমার জন্য ওগুলো খুব ডিফিকাল্ট'। অথচ নন্দিনীর মুখের কথার সঙ্গে কাজের কোনও মিল নেই, তার হাতেনাতে প্রমাণ মিলল। তাঁর ইনস্টা প্রোফাইলে ঢুঁ মারলেই দেখা মিলবে অসংখ্য রিল ভিডিয়ো। কোথাউ ঠোঁট নাড়ছেন নন্দিনী দিদি, আবার কোথাউ তিনি মাঝরাস্তায় রোম্যান্টিক গানে নাচছেন।

নন্দিনীর এই ভিডিয়ো দেখে অনেকেই কটাক্ষ করে লিখেছেন, ‘এইসব না করে রান্নায় নুন দিন’। আবার কারুর মতে, ‘এক্সট্রিম ন্যাকামি’। শুধু রাস্তায় নাচ নয়, সম্প্রতি ইনস্টার ট্রেন্ডিং রিল ‘ময়না বলো তুমি কৃষ্ণ রাধে’তেও ভিডিয়ো বানিয়ে ফেলেছেন নন্দিনী দিদি। যা দেখ চোখ ছানা বড়া নেটিজেনদের। 

তবে নন্দিনী কিন্তু রিল বানাতে আজ থেকে নয়, পটু বহুদিন আগে থেকেই। নন্দিনীকে নিয়ে রোস্ট ভিডিয়ো বানিয়েছেন এক ভ্লগার, সেখানেই মমতা গাঙ্গুলির টিকটক অ্যাকাউন্টের অজস্র ভিডিয়ো উঠে এসেছে। যে অ্যাপ নন্দিনী দিদি ভাইরাল হওয়ার বহু আগে থেকেই নিষিদ্ধ এই দেশে। এমন প্রমাণ হাতেনাতে দেখে নন্দিনী দিদিকে কেউ ‘গিরগিটি’ বলে ট্রোল করেছেন, কেউ আবার ‘মিথ্যেবাদী’ তকমাও সেঁটেছেন। 

সম্প্রতি নন্দিনী বিস্ফোরক মন্তব্য করেন এক সাক্ষাৎকারে। তাঁকে বলতে শোনা যায়,  ‘দু দিন পর তোরা হয়তো আমাকে এখানে না-ও দেখতে পারিস। যারপর থেকে অনেকের মনেই প্রশ্ন তবে কি বন্ধ হয়ে যাচ্ছে নন্দিনী দিদির ভাতের হোটেল? তা অবশ্য খোলসা করতে চাননি তিনি। শুধু বললেন, ‘বলব, বলব… তোদের সবাইকে জানাব। আছে এরকম কিছু জিনিস। তোদের সব ইউটিউবারকেই ফোন করব। বসব। তোদের জন্যই তো আমি আজ এখানে। নন্দিনী থেকে নন্দিনী দিদি হয়েছি। পাঁচজন থেকে পঞ্চাশজন, একশোজন-দেড়শো জন (গ্রাহক), যাই পেয়েছি তোদের জন্যই পেয়েছি। তোদের জন্যই আজকে আমি।’

 

বন্ধ করুন