বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonu Nigam-Bhusan Kumar: ঝামেলা মিটতেই আইকনিক গানের রিমেক নিয়ে আসছেন সোনু নিগম-ভূষণ কুমার

Sonu Nigam-Bhusan Kumar: ঝামেলা মিটতেই আইকনিক গানের রিমেক নিয়ে আসছেন সোনু নিগম-ভূষণ কুমার

আইকনিক গানের রিমেক নিয়ে আসছেন সোনু নিগম-ভূষণ কুমার

Sonu Nigam-Bhusan Kumar: ঝামেলার শেষে যেন ঝলমলে রোদ উঠেছে! সোনু নিগম এবং টি সিরিজের প্রধান ভূষণ কুমার হাত মিলিয়ে ‘আচ্ছা সিলা দিয়া’ গানটি নতুন করে তৈরি করতে চলেছেন।

সোনু নিগমের জন্মদিনে যে অনুমান অনেকের মনেই উঁকি দিয়েছিল অবশেষে সেটা সত্য প্রমাণিত হল। হ্যাঁ, ঝামেলা মিটিয়ে হাতে হাত মিলিয়ে নতুন কাজ আনছেন সোনু এবং টি সিরিজ। তিন বছর আগে, ২০২০ সালে একটি ঝামেলায় জড়িয়ে পড়েন গায়ক এবং টি সিরিজের প্রধান ভূষণ কুমার।

ঝড়ের পর যেমন ঝলমলে রোদ মন ভালো করে দেয়, তেমনই ভূষণ কুমার এবং সোনুর এই ঝামেলা মিটতেই খুশি হয়েছিলেন তাঁর অনুরাগীরা। এমনকি গায়কের ৫০ তম জন্মদিনে ভূষণ কুমারকে উপস্থিত থাকতে দেখা যায়। তাঁদের একে অন্যকে আলিঙ্গন করা, কথা বলার মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় রীতিমত। তখনই অনেকে আন্দাজ করেন যে হয়তো নতুন কোনও কাজ আনছেন তাঁরা। আর সেই আন্দাজ একেবারেই সঠিক।

সোনু নিগম তাঁর একটি অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত গানের রিমেক বানাতে চলেছেন। ‘বেওয়াফা সনম’ ছবির ‘আচ্ছা সিলা দিয়া’ গানটির রিমেক করবেন তিনি। এই বিষয়ে বলে রাখা ভালো এটার সোনুর সব থেকে বড় হিট ছিল যা তিনি ভূষণ কুমারের বাবা গুলশান কুমারের সঙ্গে হাত মিলিয়ে করেছিলেন। এই নতুন গানটি আদতে একটি মিউজিক ভিডিয়ো হতে চলেছে।

তাঁদের এক ঘনিষ্ট সূত্রের তরফে জানানো হয়েছে, ' গুলশান কুমারের সময় থেকেই সোনু টি সিরিজের সঙ্গে যুক্ত রয়েছে। তিনি গুলশান কুমারকে ভীষণ ভালোবাসতেন। শ্রদ্ধা করতেন। ঝামেলার পর আনুষ্ঠানিক ভাবে আচ্ছা সিলা দিয়া গানটির হাত ধরে কামব্যাক করবে সোনু-ভূষণের জুটি। ওঁরা বহুদিনের বন্ধু। কিন্তু কিছু হয়তো ভুল বোঝাবুঝি হয়েছিল মাঝে। সেটা মিটে গিয়েছে।'

আরও পড়ুন: জন্মদিনেই গলল ঝামেলা-অভিমানের বরফ, দূরত্ব ভুলে ভূষণ কুমারকে জড়িয়ে ধরলেন সোনু

ইতিমধ্যেই এই গানটি রিমেক শুরু হয়ে গিয়েছে। অগস্টের শেষের দিকেই মুক্তি পেতে পারে ‘আচ্ছা সিলা দিয়া’ গানটির রিমেক ভার্সন। এছাড়া জানা গিয়েছে ভূষণ কুমার এবং সোনু নাইন একত্রে একটি পুরোদস্তুর মিউজিক অ্যালবাম নিয়েও নাকি কাজ করছেন।

বন্ধ করুন