বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তিনটে ভাঙা বিয়ে, প্রেমের গুঞ্জন ঘিরে থাকে তাঁকে। ১৩ই অগস্ট অভিনেত্রীর জন্মদিন। আজ (রবিবার) ৩৭-এ পা দিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছে ‘১৩’ সংখ্যাটা আনলাকি হলেও শ্রাবন্তীর কাছে এই সংখ্যাটা ‘লাকি’। ‘লাকিয়েস্ট থার্টিন’ তাঁর জীবনে খুশির জোয়ার এনেছে। তাছাড়া একদিন পরেই ছেলের জন্মদিন, তাই ডবল সেলিব্রেশনের মুডে নায়িকা।
বয়স শুধুই একটা সংখ্যা তা প্রমাণ করে দিয়েছেন শ্রাবন্তী। জিরো ফিগারে বিশ্বাসী নন, তবে আজকাল শরীর চর্চায় ভীষণরকমভাবে মন দিয়েছেন সুন্দরী। সে-কথা নিজেই মেনে নেন অকপটে। জন্মদিনে আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপটে আড্ডা দিয়েছেন নায়িকা।
তিন বার বিয়ে ভেঙেছে শ্রাবন্তীর। ২০১৯ সালে রোশন সিং-এর সঙ্গে সংসার পাতেন অভিনেত্রী। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ছাদ আলাদা হয় দুজনের। এখন বিবাহবিচ্ছেদের মামলা কোর্টে বিচারাধীন। রোশনের সঙ্গে আলাদা হওয়ার পর অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর প্রেম চর্চা সাড়া ফেলেছিল। যদিও গত বছর পুজোর পরপরই সেই সম্পর্কও নাকি ভেঙে যায়। পরবর্তীতে পরিচালক শুভ্রজিৎ মিত্র এবং অভিনেতা জিতু কমলের সঙ্গে শ্রাবন্তীর ঘনিষ্ঠতা নিয়ে চর্চা টলিপাড়ায়। এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘আমি বুঝতে পারি না এগুলো কারা রটায়! কোনও পুরুষের সঙ্গে ছবি তুললেই নাকি প্রেম হয়ে যায়! যেহেতু আমার অতীতের সম্পর্কগুলোতে সমস্যা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে কেউ আমার বিচার করতে পারেন না’। শুভ্রজিৎ মিত্রের আগামী ছবি ‘দেবী চৌধুরাণী’র নায়িকা শ্রাবন্তী। তবে জোর গলায় অভিনেত্রী জানিয়েছে পরিচালকের সঙ্গে সম্পর্কের খাতিরে তিনি এই কাজ পাননি, নিজের ট্যালেন্টেডের জোরে পেয়েছেন।
অন্যদিকে ‘বাবুসোনা’ কো-স্টার জিতুর ডিভোর্সের পিছনে তাঁর ভূমিকা নিয়ে নেটপাড়ায় যে আলোচনা সেই প্রসঙ্গে কী মত নায়িকার? শ্রাবন্তীর কথায়, ‘খুব খারাপ লাগে যখন এগুলো শুনি। ওঁর ব্যক্তিগত জীবনে কী হচ্ছে, না হচ্ছে আমার দেখার বিষয় নয়। আর জীতুকে ২০১২ সাল থেকে চিনি। যেহেতু এখন ওঁর সঙ্গে কাজ করছি, তাই আমার নাম জুড়ে দেওয়া হচ্ছে। আমার মনে হয়, সাইবার ক্রাইমের বিষয়টা দেখা উচিত। আমার কুষ্ঠিতে আছে, ঝামেলায় জড়িয়ে যাওয়া! আসলে ভগবান কিছু দেয় যখন, কিছু নিয়েও নেয়।’

শ্রাবন্তীর ও পরিচালক শুভ্রজিৎ (ছবি-ফেসবুক)
সোশ্যাল মিডিয়ায় হামেশাই ট্রোলড হন শ্রাবন্তী। যদিও ট্রোলারদের পাত্তা দিতে না-রাজ নায়িকা। জানালেন, আগে ভাবতেন তাঁর ব্যক্তিগত জীবন সুখের নয় বলেই হয় তিনি ‘সফট টার্গেট’। কিন্তু এখন মনে করেন- ‘কুছ তো লোগ কয়েঙ্গে’। ট্রোলারদের নিয়ে চিন্তিত নন তিনি।
মাত্র ১৬ বছর বয়সে পালিয়ে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। পরের বছরই মা হন তিনি। কেরিয়ার ভুলে মন দেন সংসারে। লম্বা বিরতির পর কাজে ফিরেছিলেন। রাজীবের সঙ্গে সুখী হয়নি শ্রাবন্তীর দাম্পত্য ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয় নায়িকার। এরপর মডেল কৃষাণ বিরাজকে বিয়ে করেন দেবের ‘দুজনে’ কো-স্টার। কিন্তু মাস কয়েক যেতে না যেতেই পথ আলাদা হয়, এরপর ২০১৯ সালে ডিভোর্স চূড়ান্ত হতে না হতেই ফের বিয়ের পিঁড়িতে বসেন পঞ্জাবি মুণ্ডা রোশনের সঙ্গে। কিন্ত তৃতীয়বারেও বিয়ে টিকলো না। শ্রাবন্তী স্পষ্ট জানালেন আর নয়! চতুর্থ বিয়েতে আগ্রহী নন তিনি। আর প্রেমেও পড়তে চান না। বরং কাজকে ভালোবেসেই কাটাতে চান বাকি জীবন।