ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে তেমন কিছু বলতে বা শেয়ার করতে দেখা যায় না অভিনেত্রী তাপসী পান্নুকে। তাঁর ব্যক্তিগত জীবনকে তিনি আড়ালে রাখতেই পছন্দ করেন। তবে সম্প্রতি অন্যান্য একাধিক অভিনেতাদের মতো ‘পিঙ্ক’ খ্যাত অভিনেত্রী ইনস্টাগ্রামে আস্ক মি এনিথিং সেশন করেন। এটাই প্রথমবার যখন তিনি এমন কোনও সেশন করলেন। সেখানেই অভিনেত্রীকে নানা বিষয়ে নানা ধরনের ধরনের প্রশ্ন করেছিলেন তাঁর ভক্তরা। তাঁর ঘুরতে যাওয়ার ইচ্ছে, পছন্দের জায়গা, কেন এত সোসিয়াল মিডিয়া বিমুখ ইত্যাদি তো ছিলই। পাশাপাশি তাঁকে তাঁর প্রেম এবং প্রেমিককে নিয়েও একাধিক প্রশ্ন করা হয়।
যখন অভিনেত্রীকে বিয়ে প্রশ্ন করা হয় তখন একটি মারাত্মক উত্তর দিতে দেখা যায় তাপসীকে। অভিনেত্রীর এক ভক্ত তাঁকে জিজ্ঞেস করেন, 'কবে বিয়ে করছেন?' উত্তরে ‘থাপ্পড়’-এর অভিনেত্রী বললেন, 'এখনও গর্ভবতী হইনি।' একই সঙ্গে তিনি লেখেন, 'এখনই করছি না আপাতত। যখন করব আপনাদের সবাইকে জানাব।'
প্রসঙ্গত গত ৯ বছর ধরে ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়ের সঙ্গে একটি সম্পর্কে আছেন তাপসী। তবুও তাঁর মধ্যে বিয়ের কোনও তাড়া নেই সে যতই তাঁর সমসাময়িক অভিনেত্রী, বন্ধুরা বিয়ে করুক তাঁদের সন্তান হোক না কেন। তিনি তাঁর মতো খুশি আছেন বলেই জানান।
কিন্তু তিনি কেন এতটা সোশ্যাল মিডিয়া বিমুখ? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, 'আমি যখন সোশ্যাল মিডিয়ায় যুক্ত হই তখন সেটার মূল উদ্দেশ্য ছিল মানুষকে একে অন্যের সঙ্গে যুক্ত করা। কথা বলা, মোদ্দা কথা একটা সুস্থ, স্বাভাবিক পরিবেশ গড়ে তোলা। এখন এখানে টক্সিসিটি ছড়ায় লোকজন। সবাই সেই একটা সুযোগের অপেক্ষা করে বসে আছে যাতে সে অন্য কাউকে হেয় করতে পারে। আমার এগুলো ভালো লাগে না তাই দূরে থাকি।'
একই সঙ্গে অভিনেত্রী এদিন তাঁর আগামী প্রজেক্টের বিষয়েও কথা বলেন। জানান তিনি বর্তমানে তাঁর আগামী তামিল ছবি ‘এলিয়েন’-এর শুটিং করছেন। অন্যদিকে রাজকুমার হিরানির ছবি ‘ডাঙ্কি’র শুটিং করেছেন কদিন। তবে ছবির ফার্স্ট লুক কবে আসবে, কোনও তথ্য যাবে কী এসব প্রশ্নে তিনি সাফ জানান এগুলো পরিচালক বেশ ভালো বলতে পারবেন।