ধিরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে-র বার্ষীক দিবসের অনুষ্ঠানের ভিডিয়ো রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। করিনার ছেলে হোক বা ঐশ্বর্যর মেয়ে, পড়াশোনা করছে সকলে আম্বানিদের এই স্কুলেই। আর তাই তারকাখচিত অনুষ্ঠান, স্টার কিডদের মঞ্চ উপাস্থাপনা দেখতে আমজনতার উৎসাহ তো থাকবেই।
স্কুলের একাধিক বাচ্চার মতো মঞ্চে পারফর্ম করতে দেখা গেল সইফ-করিনার বড় সন্তান তৈমুরকে। আর ছেলেকে মঞ্চে দেখে যেন আনন্দ ধরে রাখতে পারছিলেন না করিনা। এমনকী, করণ জোহরকেও দেখা গেল চিৎকার করে উৎসাহ দিতে বেবো-পুত্রকে।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে নচনে দে সারে গানে নাচছেন তৈমুর অ্যান্ড গ্রুপ। সব বাচ্চাদেরই পরানো হয়েছে রঙিন পোশাক। যদিও মধ্যমণি করিনার ছেলেই। তৈমুর পরেছিলেন ফ্লুরোসেন্ট গ্রিন আর গোলাপির কম্বিনেশনে পাজামা-পাঞ্জাবি। চোখে কাজল, মুখে মেকআপ ছিল তার।
প্রায় একইরকম পোশাকে দেখা মিলল করণ জোহরের ছেলে যশ জোহরের। এমনকী শাহিদ-মীরার মেয়ে মিশাও এই একই নাচের অংশ ছিলেন খুব সম্ভবত। মিশাকেও দেখা যায় ট্র্যাডিশনাল পোশাকে। অন্য দিকে, ছেলের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে করিনাকে দেখা গেল কালো রঙের লেদারের প্যান্ট আর সাদা শার্টে। হাতে কালো ব্যাগ।
আরও পড়ুন: ‘দেখতে মায়ের মতো, অভিনয়েও’! স্কুলের নাটকের ভিডিয়োয় ঐশ্বর্যের প্রতিচ্ছবি আরাধ্যা
ছেলেদের নাচের ভিডিয়ো মুঠোফোনে বন্দি করতে দেখা যায় দর্শকাসনে বসে থাকা করিনা আর করণকে। দুজনে পাশাপাশিই বসেছিলেন এদিন। আর তার থেকে সামান্য দূরে বসতে থাকতে দেখা যায় গৌরী খানকে।
আরও পড়ুন: চর্চায় ডিভোর্স! আরাধ্যার স্কুলে অভিষেককে নিয়ে নাচলেন ঐশ্বর্য, নাচ শুরু অমিতাভেরও
গৌরী অনুষ্ঠানে এসেছিলেন শাহরুখ খান ও মেয়ে সুহানাকে নিয়ে। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীর মা সবিতা চিব্বার। পাপা শাহরুখের কায়দায় হাত ছড়িয়ে পোজ দিয়ে ইতিমধ্যেই নেটিজেনদের মন কেড়ে নিয়েছেন কিং খানের ছোট ছেলে।
শুধু আব্রাম নন, পারফরমেন্স দিয়ে মন কেড়েছেন ঐশ্বর্য রাই আর অভিষেক বচ্চনের মেয়ে আরাধ্যা বচ্চন। অমিতাভের নাতনি অংশ নিয়েছিলেন নাটকে। আর তাই দর্শকাসনে ছিলেন অমিতাভ-ঐশ্বর্য-অভিষেক ও আরাধ্যার দিদা বৃন্দা রাই।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সেলিব্রিটিরা ছিলেন ডাব্বু রত্নানি এবং তাঁর পরিবার, পেশায় ডিজাইনার এবং বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা দালাল, বিদ্যা বালন এবং অগস্ত্য নন্দা। সোশ্যাল মিডিয়ায় ফটোগ্রাফারদের দ্বারা শেয়ার করা ছবি এবং ভিডিওগুলিতে হেমা মালিনীকেও স্কুল ইভেন্টে আসতে দেখা গিয়েছে।