বাংলা নিউজ > বায়োস্কোপ > Aaradhya-Aishwarya: ‘দেখতে মায়ের মতো, অভিনয়েও’! স্কুলের নাটকের ভিডিয়োয় যেন ঐশ্বর্যের প্রতিচ্ছবি আরাধ্যা

Aaradhya-Aishwarya: ‘দেখতে মায়ের মতো, অভিনয়েও’! স্কুলের নাটকের ভিডিয়োয় যেন ঐশ্বর্যের প্রতিচ্ছবি আরাধ্যা

দেখুন স্কুলের নাটকে আরাধ্যার পারফরমেন্স। 

পড়াশোনা করছে মুম্বইয়ের ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে। বার্ষীক অনুষ্ঠানে নাটকে নাম লিখিয়েছিল সে। আর সেই ভিডিয়ো দেখে মুগ্ধ নেটপাড়া। 

আম্বানিদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানের ভিডিয়ো আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বলিউডের বেশিরভাগ তারকা-সন্তানরাই আসলে এই স্কুলের ছাত্র। তাই শুক্রবারের অনুষ্ঠানের একাধিক ফোটো-ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এর মধ্যে একটিতে দেখা গেল আরাধ্যা বচ্চনকে স্টেজে।

অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই-এর কন্যা আরাধ্যার ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। স্কুলের নাটকে বচ্চন পরিবারের এই খুদে সদস্যকে নিয়ে চলছে আলোচনা। তুলনা করা হচ্ছে মায়ের সঙ্গে। মুখের অঙ্গিভঙ্গি থেকে সংলাপ, সবেতেই দশে দশ দিয়েছেন নেটিজেনরা তাকে।

দেখে নিন মঞ্চে আরাধ্যার অসাধারণ পারফরমেন্স-

দর্শকাসনে ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই ও দিদা বৃন্দা রাই। তবে দেখা পাওয়া গেল না ঠাকুমা জয়া বচ্চনকে। এর আগে অভিষেকের দিদি শ্বেতার ছেলে অগস্ত্যর প্রথম বলিউড সিনেমা দ্য আর্চিসের প্রিমিয়ারে গিয়েছিলেন মামি ঐশ্বর্য। কিন্তু আরাধ্যার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন শ্বেতা ও তাঁর দুই ছেলে-মেয়ে অগস্ত্য আর নভ্যা। 

এদিন কালো সালোয়ারে এসেছিলেন ঐশ্বর্য। টিম আপ করেছিলেন তা সোনালি রঙের ওড়না দিয়ে। নীল রঙের শার্ট ছিল অভিষেকের গায়ে। আর অমিতাভ বেছে নিয়েছিলেন প্রিন্টেড কালো জ্যাকেট। 

আরাধ্যার নাটকের ভিডিয়ো আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেট-নাগরিকরা। একজন লিখলেন, ‘দেখতে মায়ের মতো, অভিব্যক্তিতেও ঐশ্বর্য। তোমার অনেক সাফল্য কামনা করি।’ দ্বিতীয় জন লিখলেন, ‘এই মেয়ে অনেকদূর যাবে। আর্চিসে অগস্ত্য যা অভিনয় করেছে তার থেকে হাঁটুর বয়সী আরাধ্যা অনেক ভালো করছে।’

২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেছিলেন অভিষেক আর ঐশ্বর্য। ২০১১ সালে তাঁদের একমাত্র মেয়ে আরাধ্যার জন্ম হয়। আপাতত সে পড়াশোনা করছে মুম্বইয়ের ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলে। বয়স সবে ১২, তবে সোশ্যাল মিডিয়ার সেনসেশন সে। ট্রোলাররা অবশ্য নিন্দে করার সুযোগ পেলে ছাড়েন না। তবে আরাধ্যা একাধিকবার প্রমাণ করেছে, সে যোগ্য উত্তরসুরী বচ্চনদের। দিনকয়েক আগে ঐশ্বর্যর জন্মদিনে ক্যানসার রোগীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মায়ের সঙ্গে হাজির হয়েছিল। সেখানে মা-কে নিয়ে তাঁর বলা কথা একইভাবে ভাইরাল হয়েছিল সোশ্যালে। 

আত্মবিশ্বাসী আরাধ্যা মা ঐশ্বর্যর প্রশংসা করে সেই সময় বলেন, ‘আমি অনুভব করি যে আমার প্রিয়তমা, আমার জীবন, আমার মা যা করছেন তা সত্যিই গুরুত্বপূর্ণ এবং বিস্ময়কর।’

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF অনশনকারীদের দেখতে এলেন রাজ্যের চার চিকিৎসক, দু'জনকে হাসপাতালে ভর্তির পরামর্শ T20 বিশ্বকাপে বাংলাদেশকে উড়িয়ে ১ নম্বরে উইন্ডিজ! ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে বড় ধাক্কা! বর্ডার গাভাসকর সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত কারণে অনিশ্চিত রোহিত!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.