বেশ কয়েকদিন ধরেই শরীর ভালো নেই গায়িকা তথা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির। গলায় ইনফেকশনের জেরে একাধিক গানের শো পর্যন্ত বাতিল করতে হয়েছে শিল্পীকে। এর মাঝেই বৃহস্পতিবার সংবাদ শিরোনামে দিদির আর্শীবাদ ধন্য গায়িকা!
অদিতি ও তাঁর কাউন্সিলর স্বামী দেবরাজ চক্রবর্তীর জ্যাংড়ার বাড়িতে এদিন সাত সকালে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের ব়্যাডারে রয়েছেন অদিতি মুন্সির স্বামী, এই খবরে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজ সকাল সাড়ে আটটা নাগাদই সাতজন সিবিআই অফিসার হাজির হন অদিতি-দেবরাজের বাড়িতে। টানা ৬ ঘন্টা ধরে চলে তল্লাশি।
তেঘরিয়ার ফ্ল্যাটে চিরুনি তল্লাশির পর বেলা ১টা নাগাদ দেবরাজকে সঙ্গে নিয়েই ওই বাড়ি থেকে বার হয় সিবিআই দল। মিডিয়া কর্মীদের প্রশ্নের উত্তরে দেবরাজ জানান, ‘সিবিআই একটি বিষয়ে তদন্ত চালাচ্ছে। আমার বাড়িতে তল্লাশি হয়েছে। দমদম পার্কে আমার আরও একটি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট রয়েছে। এখন সেখানেই ওঁরা যাচ্ছেন তদন্তের জন্য।’
এরপরেই সিবিআই পৌঁছে যায়, অদিতি-দেবরাজের দক্ষিণ দমদমের ফ্ল্য়াটে। সেখানেই দোতলায় অদিতি মুন্সির স্টুডিও। সেখানেও চলে তল্লাশি। বেলা তিনটের পর সেখান থেকে বার হয় সাত সিবিআই আধিকারিক। দিনের শেষ বেশ বিরক্তির ছাপ দেবরাজের মুখে। তিনি স্পষ্ট বলেন, তাঁর দুই ফ্ল্যাটে তল্লাশি করে কোনওরকম প্রাসঙ্গিক নথি পাননি সিবিআই অফিসাররা। যদিও কেন্দ্রীয় সংস্থার তরফে এই নিয়ে কোনও বিবৃতি মেলেনি।
অদিতির স্বামী জানিয়েছেন, ‘সাত জনের প্রতিনিধি দল এসেছিল বাড়িতে। সিআরপিএফ ছিল। সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন। সব কটি তলাই খতিয়ে দেখেছেন। আমার আইটিআর, ব্যাঙ্কের ডিটেইলস, কোম্পানির ডিটেইলস সব কিছু তাঁদের হাতে দিয়েছি।’
প্রসঙ্গত, বুধবার ধর্মতলার মঞ্চ থেকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ দুর্নীতি ইস্যুতে হুঁশিয়ারি বার্তা দেন তৃণমূলকে। পরদিনই রাজ্যজুড়ে সিবিআইয়ের একের পর তল্লাশি। রাজ্যের শাসক দলের দাবি, পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা। দেবরাজও বিজেপিকে তোপ দেগে বলেন, ‘আমি-সহ আরও যাঁদের বাড়িতে তল্লাশি চলছে, তার কারণ আমরা তৃণমূল কংগ্রেস করি। আর আমি গর্বিত আমরা তৃণমূল করি। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত কোনও নথি আমার কাছে সিবিআই পায়নি।’
গোটা বিষয় নিয়ে এখনও কোনওরম প্রতিক্রিয়া মেলেনি অদিতির। অন্যদিকে নিজের অসুস্থতা প্রসঙ্গে, হিন্দুস্তান টাইমস বাংলাকে দু-দিন আগে অদিতি জানান, ‘আমি বেঁচে আছি, ভালো আছি, সুস্থ আছি, খুব তাড়াতাড়ি ফিরছিও।’ কীর্তন গায়িকা জানিয়েছেন ডিসেম্বর থেকেই ফের অনুষ্ঠান করা শুরু করবেন তিনি।