বলিউড অভিনেতা ভিকি কৌশলের পিতৃ পরিচয় নিয়ে অনেকেই অজ্ঞাত। তিনি বিখ্যাত স্টান্ট কো-অর্ডিনেটর ও অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশলের সন্তান। সম্প্রতি এক সাক্ষাৎকারে, ভিকিকে কথা বলতে শোনা গেল পুরুষত্বের যে ধারণা তিনি ও তাঁর ভাই ছোটবেলা থেকে বাবার কাছে পেয়েছেন। ভিকি উল্লেখ করেছেন যে, তাঁদের বাবা মন খারাপ হলে তাঁদের সামনেই কাঁদতেন। কিন্তু দুই ছেলেকেই শক্তিশালী হওয়ার শিক্ষা দিয়েছিলেন।
শ্যাম দঙ্গল, বাজিরাও মাস্তানি, পদ্মাবত, ক্রিশ ৩-র মতো একাধিক বিখ্যাত ছবিতে স্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তবে একসময় সেটে কম অপমানিত হতে হয়নি ভিকির বাবা-কে। যে কথা নিজের মুখেই জানালেন অভিনেতা- ‘তিনি আমাদের মানসিকভাবে শক্তিশালী করার চেষ্টা করতেন সবসময়। আমাদেরকে খোলাখুলি বলতেন, ‘‘আজ সেটে খুব অপনামিত হয়েছি। তোমাদের মায়ের সামনে কাঁদলাম।’ আমরা যখন শিশু ছিলাম তখন তিনি আমাদের বলতেন। আমাদের মা একবার বলেছিলেন, কিছু সিনিয়র তাঁকে পুরো সেটের সামনে বকাঝকা করেছিল যখন সে কেবল একজন স্টান্টম্যান ছিলেন। তিনি বাড়ি ফিরে এসে কেঁদে ফেলেন। তবে এসব আমাদের কাছে কখনোই গোপন থাকত না। তিনি আমাদের সামনেই কাঁদতেন।’’
ভিকি আরও জানান তাঁরা শ্যামের থেকে বরাবর উপদেশ পেয়ে এসেছেন, ‘সব সময় সবকিছু আপনার পক্ষে যাবে না। অধিকাংশ সময় পরিস্থিতি আপনার প্রতিকূলেই থাকবে। এর নামই জীবন।’
ভিকি কৌশল বর্তমানে তার আসন্ন ফ্যামিলি ড্রামা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ফ্যামিলি’-র প্রচারে ব্যস্ত। এই সিনেমায় তাঁর সঙ্গে দেখা মিলবে মানুশি চিল্লরকেও। বিজয় কৃষ্ণ আচার্য পরিচালিত সিনেমাটি ২২ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ফ্যামিলি ড্রামা-য় কাজ করা প্রসঙ্গে ভিকি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘ছোটবেলা থেকে এরকম ধরনের ছবি দেখতে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করে থাকতাম। যেই সিনেমা গোটা পরিবার একসঙ্গে দেখতে যেতে পারব। এটা আমাদের কাছে বিনোদনের সবচেয়ে বড় উৎস ছিল। অবিষ্মরণীয় সুন্দর অভিজ্ঞতা।’
এছাড়াও ভিকিকে দেখা যাবে মেঘনা গুলজারের 'স্যাম বাহাদুর'-এ। কিছুদিন আগে এই ছবির শ্যুট কলকাতার ব্যারাকপুরেও করে গিয়েছেন তিনি। ভারতের যুদ্ধের নায়ক এবং প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই সিনেমা। পরিচালক আনন্দ তিওয়ারির আসন্ন শিরোনামহীন ছবিতেও তাঁর কাজ করার কথা রয়েছে। যা ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে।