চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে লজ্জার হার দিয়ে শুরু হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ২০২৪ সফর। সোমবার হোলির দিন অবশেষে বিরাট হাসি ফুটল ভক্তদের মুখে। রুদ্ধশ্বাস ম্যাচ পাঞ্জাব সুপার কিংসকে হারিয়ে শেষ ওভারে ম্যাচ ছিনিয়ে নেয় ফ্যাফ ডুপ্লেসির দল। ম্যাচের দুই নায়ক বিরাট কোহলি ও দীনেশ কার্তিক।
প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও পাঞ্জাবের বিরুদ্ধে জ্বলে উঠেন বিরাট। ৪৯ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন কোহলি। ৪ উইকেটে আরসিবি ম্যাচ জিততেই উচ্ছ্বাসে ভাসলেন কিং কোহলি। মাঠে দাঁড়িয়েই ফেসটাইম অনুষ্কাকে! গত ১৫ই ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দেন অনুষ্কা। পাঁচদিন পর সুখবর ভাগ করে নিয়েছিলেন বিরুষ্কা।
ছেলে অকায়ের বয়স সবে দেড় মাস। অন্যদিকে ভামিকাও খুব ছোট। ছেলে-মেয়ের থেকে দূরে থাকাটা মোটেই সহজ নয়। পেশাদার ক্রিকেটার হিসাবে ২২ গজের দায়িত্ব সেরেই তাই ‘ড্যাডি ডিউটি’তে বিরাট কোহলি। ভিডিয়ো কলে নানারকম অঙ্গভঙ্গি করতে দেখা গেল বিরাটকে, খুদেদের দেখেই তাঁর এহেন অভিব্যক্তি তা বুঝতে অসুবিধা হয়নি কারুর। বউ-বাচ্চাদের ভিডিয়ো কলেই ফ্লায়িং কিস ছুঁড়লেন বিরাট, আশ্বাস দিলেন ম্যাচ পরবর্তী দায়িত্ব মিটিয়ে হোটেলে ফিরে ফোন করবেন ফের।
অকায়-ভামিকাকে দেখা মাত্রই বিরাটের মুখে হাসির ঝলক ফুটে উঠে। অন্যদিকে মাঠে থাকা হাজারো ক্যামেরা থেকে নিজের ফোনের স্ক্রিন আড়াল করতেও ভোলেননি বিরাট। এই মিষ্টি ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অনুষ্কার দ্বিতীয় প্রেগন্যান্সির খবর সামনে এসেছিল গত বছর নভেম্বরে। তবে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তারকা দম্পতি। বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স খবরে সিলমোহর দিয়েও পরে সেটি ভুল খবর বলে ক্ষমা চেয়ে নেন। সেইসব জলঘোলার মাঝেই ২০শে ফেব্রুয়ারি অনুষ্কা ও বিরাট যৌথ বিবৃতি দিয়ে ছেলের জন্মের খবর ভাগ করে নেন। লন্ডনে জন্ম নিয়েছেন বিরুষ্কার দ্বিতীয় সন্তান। এখনও ছেলে-মেয়েকে নিয়ে সে দেশেই রয়েছেন অনুষ্কা।
ছেলের জন্মের সময় পিতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নেন। অন্যদিকে আইপিএল খেলতে নির্দিষ্ট সময়ে ভারতের মাটিতে পা রাখেন। সেই নিয়ে কম কটাক্ষের মুখে পড়েননি বিরাট কোহলি। প্রশ্ন উঠেছে দেশের জার্সির প্রতি তাঁর আনুগত্য নিয়েও, কিন্তু কটাক্ষের জবাব দেননি তারকা ব্যাটসম্যান।
ছেলের জন্মের পর আনুষ্ঠানিক বিবৃতিতে তাঁরা জানিয়েছিলেন, 'ভীষণ আনন্দ এবং খুশির সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ১৫ ফেব্রুয়ারি আমাদের ছেলে হয়েছে। মন ভরা খুশি নিয়ে জানাচ্ছি ভামিকার ভাই হয়েছে, নাম অকায়।' তাঁরা আরও লেখেন, ‘আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করছি আমাদের জীবনের এই দুর্দান্ত সময়ের জন্য। একইসঙ্গে চাইব আপনারা যেন আমাদের এই ব্যক্তিগত সময়টা সঠিক ভাবে উপভোগ করতে দেন। প্রাইভেসি বজায় রাখতে দেন।’