Zepto: ২০২০ সালে মুম্বইয়ে Zepto-র পথ চলা শুরু। আদি... more
Zepto: ২০২০ সালে মুম্বইয়ে Zepto-র পথ চলা শুরু। আদিত পালিচা এবং কৈবল্য বোহরা- দুই বন্ধু মিলে এই ব্যবসা শুরু করেন। লকডাউনের সময় মুদিখানার দোকান বন্ধ ছিল। সেই ফাঁকটা পূরণ করার ভাবনা। সেই থেকেই জেপ্টোর গোড়াপত্তন।
1/5মাত্র ১৯ বছর বয়স। এই বয়সে আর পাঁচজনের পড়াশোনাই শেষ হয় না। আর এমন অল্প বয়সেই কনিষ্ঠতম ধনকুবেরের তকমা পেলেন কৈবল্য বোহরা। গ্রোসারি ডেলিভারি স্টার্ট-আপ জেপটোর সহ-প্রতিষ্ঠাতা এবং সিটিও তিনি। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২২-এ স্থান পেয়েছেন তিনি। তাঁর নেট ওয়ার্থ প্রায় ৪,০০০ কোটি টাকা। ফাইল ছবি: জেপ্টো (Zepto)
2/5২০২০ সালে মুম্বইয়ে Zepto-র পথ চলা শুরু। আদিত পালিচা এবং কৈবল্য বোহরা- দুই বন্ধু মিলে এই ব্যবসা শুরু করেন। লকডাউনের সময় মুদিখানার দোকান বন্ধ ছিল। সেই ফাঁকটা পূরণ করার ভাবনা। সেই থেকেই জেপ্টোর গোড়াপত্তন। ফাইল ছবি: জেপ্টো (Zepto)
3/5স্ট্যানফোর্ডের কৃতী পড়ুয়া ছিলেন দু'জনেই। কিন্তু ব্যবসা করার অদম্য ইচ্ছা থেকে মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেন।ফাইল ছবি: জেপ্টো (Zepto)
4/5প্রথমে অবশ্যই জেপ্টোর নাম ছিল কিরানাকার্ট। পরে নাম বদল হয়। অনেকটা গ্রোফার্সের মতোই বিজনেস মডেল। মাত্র ১০ মিনিটে বাড়ির দোরগোড়ায় ডেলিভারি করে এই সংস্থা। ফাইল ছবি: জেপ্টো (Zepto)
5/5ভারতে ই-কমার্স স্পেসে এখনও মুদি দ্রব্যের সেগমেন্টটি ফাঁকাই রয়েছে। বর্তমানে ব্লিঙ্ক-ইট(আগে যার নাম গ্রোফার্স ছিল) ছাড়া সেভাবে কোনও সংস্থাই এই ক্ষেত্রে ব্যবসা করছে না। ফ্লিপকার্ট, রিলায়েন্স এই ব্যবসা বাড়ানোর চেষ্টা করলেও এখনও সেভাবে সুবিধা করে উঠতে পারেনি। সেই বাজারটাই ধরতে চাইছে জেপ্টো। ফাইল ছবি: জেপ্টো (Zepto)