বাংলা নিউজ > ঘরে বাইরে > Narendra Modi on Poverty: ‘বল এখন আমাদের কোর্টে… ৫ বছরে দেশে দারিদ্র্য মুক্ত ১৩.৫ কোটি’, লালকেল্লা থেকে বললেন মোদী

Narendra Modi on Poverty: ‘বল এখন আমাদের কোর্টে… ৫ বছরে দেশে দারিদ্র্য মুক্ত ১৩.৫ কোটি’, লালকেল্লা থেকে বললেন মোদী

নরেন্দ্র মোদী (AP)

মোদীর কথায়, 'গত পাঁচবছরে দেশের সাড়ে ১৩ কোটি মানুষ দারিদ্র্য মুক্ত হয়েছে।' দেশের অর্থনীতিকে নয়া উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যও আজ প্রতিশ্রুতি দেন মোদী। 

কয়েক সপ্তাহ আগেই এক রিপোর্টে দাবি করা হয়েছিল যে দেশে কমেছে দরিদ্র মানুষের সংখ্যা। আজ সেই রিপোর্টের রেশ টেনেই দেশের দারিদ্র্য দূরীকরণে নিজের সরকারের ভূমিকা তুলে ধরলেন প্রধানন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মোদী বলেন, 'মা ভারতী আবার জেগে উঠেছেন। বিগত ৯-১০ বছরে আমি অনুভব করেছি। গোটা বিশ্ব ভারতের ওপর বিশ্বাস করতে শুরু করেছে। ভারতের জ্যোতি দেখতে পাচ্ছে বিশ্ব। আমাদের সৌভাগ্য, আমাদের কাছে জনসংখ্যা (ডেমোগ্রাফি), বৈচিত্র্য (ডাইভারসিটি), গণতন্ত্র (ডেমোক্র্যাসি) আছে। এই ত্রিবেণী ভারতকে এগিয়ে নিয়ে যাবে।' মোদীর কথায়, 'গত পাঁচবছরে দেশের সাড়ে ১৩ কোটি মানুষ দারিদ্র্য মুক্ত হয়েছে।'

মোদী বলেন, 'দেশের সাড়ে ১৩ কোটি মানুষ দারিদ্র্য থেকে মধ্যবিত্তে পরিণত হয়েছে। এর জন্য তারা আবাস যোজনার সুবিধা পেয়েছেন। ২ লাখ কোটি খরচ করে সবার ঘরে জল পাঠানোর চেষ্টা করেছি। আয়ুষ্মান ভারতে ৭০ হাজার কোটি খরচ করে দেশের জনগণের স্বাস্থ্যের খেয়াল রাখা হয়েছে।' মোদী বলন, 'আমি দেশের যুব সমাজকে বলতে চাই, এই দেশ আপনাদের আকাশপ্রমাণ সুযোগ দেবে। সুযোগের কোনও অভাব ভারতে হবে না। করোনার পর বিশ্বে নয়া গ্লোবাল অর্ডার তৈরি হয়েছে। ভারত গ্লোবাল সাউথের মুখ হয়ে দাঁড়িয়েছে। বল এখন আমাদের কোর্টে। এখন এই সুযোগ আমাদের ছাড়লে হবে না।'

বিশ্বের সঙ্গে ভারতের তুলনা টেনে মোদী আজ বলেন, 'বিশ্ব এখনও করোনাকালের ধাক্কা থেকে কাটিয়ে উঠতে পারেনি। যুদ্ধ আরও একটি সংকটের জন্ম দিয়েছে। বিশ্ব আজ মূল্যস্ফীতির সঙ্কটে। পুরো বিশ্ব অর্থনীতি মুদ্রাস্ফীতির খপ্পরে পড়েছে। এটা দুর্ভাগ্যজনক যে আমরা যখন আমাদের প্রয়োজনীয় পণ্য আমদানি করি, তখন আমরা মুদ্রাস্ফীতিও আমদানি করি। কিন্তু, ভারত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সব রকম প্রচেষ্টা চালিয়েছে। আমরা সন্তুষ্ট থাকতে পারি না। কারণ আমাদের অবস্থা বাকি বিশ্বের চেয়ে ভালো। আমার দেশের নাগরিকদের ওপর যাতে মুদ্রাস্ফীতির বোঝা কমে, তার জন্য আমাকে আরও পদক্ষেপ করতে হবে। আমরা সেসব নিয়ে পদক্ষেপ নেব এবং আমার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অনেক ব্যবস্থা নিয়েছি। এই নিয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।'

এদিকে দেশের অর্থনীতিকে নয়া উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যও আজ প্রতিশ্রুতি দেন মোদী। লালকেল্লার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, 'ভারত যখন দৃঢ়প্রতিজ্ঞ হয়, তখন সব কাজ সময়ের আগেই সম্পন্ন হয়। আমাদের ট্র্যাক রেকর্ড বলে, ২৫ বছর ধরে দেশে একটি নয়া সংসদ ভবন নির্মাণ নিয়ে আলোচনা হচ্ছিল। এই মোদীই সময়ের আগে নতুন সংসদ ভবন তৈরি করে দিল। এটি এমন একটি সরকার যা কাজ করে। নির্ধারিত লক্ষ্য পূরণ করে। এটাই নিউ ইন্ডিয়া। এটা এমন একটা ভারত যেটা আত্মবিশ্বাসে ভরপুর। এই ভারত না থামে, না ক্লান্ত হয়। এটি মোদীর গ্যারান্টি যে আগামী ৫ বছরে ভারত বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির মধ্যে থাকবে।'

বন্ধ করুন