অভিজিৎ হিন্দুস্তান টাইমস বাংলার জাতীয়, আন্তর্জতিক, ব্যবসা-বাণিজ্য, স্থানীয় বিভাগে কর্মরত। এছাড়াও মাঝেমাঝে খেলাধুলো নিয়ে প্রতিবেদন লিখে থাকেন তিনি। অভিজিৎ আশুতোষ কলেজ থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। আকাশবাণীর রেডিও উপস্থাপক হিসেবে কাজ করেছেন অভিজিৎ। এরপর ইটিভি ভারত, ওয়ান ইন্ডিয়ায় ডিজিটাল ওয়েবসাইটে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত অভিজিৎ। ইতিহাস, খেলাধুলো এবং রাজনীতিতে আগ্রহ রয়েছে অভিজিতের।