বাংলা নিউজ > ঘরে বাইরে > অবৈধ আফগান নাগরিকদের ১ নভেম্বরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের

অবৈধ আফগান নাগরিকদের ১ নভেম্বরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার।

দেশে বেড়ে চলা অপরাধের মোকাবেলায় অবৈধভাবে থাকা আফগান নাগরিকদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে পাকিস্তান। গত সেপ্টেম্বর মাসে শুধুমাত্র করাচি থেকে ৭০০ অবৈধ আফগান নাগরিককে গ্রেফতার করেছিল পাক সরকার। এছাড়া, আরও কয়েকজনকে আটক করা হয়েছিল।

অবৈধভাবে থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল পাকিস্তান। সমস্ত অবৈধ বিদেশি নাগরিক বিশেষ করে অবৈধভাবে থাকা আফগান নাগরিকদের আগামী ১ নভেম্বরের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিল পাকিস্তান। ওই সময়ের মধ্যে দেশ না ছাড়লে বলপূর্বক উচ্ছেদ করা হবে বলে পাক স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নির্দেশ জারি করা হয়েছে। প্রসঙ্গত, অবৈধভাবে পাকিস্তানে থাকা আফগান নাগরিকরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছেন। যার ফলে দেশে অপরাধ বাড়ছে। মূলত সেই কারণে পাক সরকার এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এরফলে স্বাভাবিকভাবেই পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কের আর অবনতি ঘটবে। ইতোমধ্যেই পাক সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে আফগানিস্তানের তালিবান সরকার।

আরও পড়ুন: আইসিসকে কাজে লাগিয়ে নিজেদের লোকেদের মারছে পাকিস্তান, ফাঁস করে দিল তালিবান

দেশে বেড়ে চলা অপরাধের মোকাবেলায় অবৈধভাবে থাকা আফগান নাগরিকদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে পাকিস্তান। গত সেপ্টেম্বর মাসে শুধুমাত্র করাচি থেকে ৭০০ অবৈধ আফগান নাগরিককে গ্রেফতার করেছিল পাক সরকার। এছাড়া, আরও কয়েকজনকে আটক করা হয়েছিল। তারপরেই এই নির্দেশিকা জারি করল পাকিস্তান। এই সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের সভাপতিত্বে এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের উপস্থিতিতে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে পাকিস্তান। তারপরই ইসলামাবাদে এক সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী স্বরাষ্ট্র মন্ত্রী সরফরাজ বুগতি এই কথা ঘোষণা করেন।

পাক স্বরাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন, এর জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স ইতিমধ্যেই তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রক। সময়সীমা শেষ হওয়ার পরেও যেসমস্ত অবৈধ বিদেশি নাগরিকরা দেশ ছাড়বে না। তাদের মালিকানাধীন অবৈধ সম্পত্তি এবং ব্যবসা বাজেয়াপ্ত করা হবে। তিনি জানান, পাক গোয়েন্দা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলি তাদের খুঁজে বের করবে এবং কর্তৃপক্ষ সেই সম্পত্তি এবং ব্যবসা বাজেয়াপ্ত করবে। অপরাধীদের পাকিস্তানিদেরও আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। এমনকী তিনি বলেন, পাকিস্তানি না হওয়া সত্ত্বেও যাদের কাছে পাকিস্তানের পরিচয়পত্র রয়েছে তাদের শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করা হবে।

বুগতি জানান, একটি সার্বজনীন হেল্পলাইন নম্বর এবং একটি ওয়েব পোর্টালও চালু করা হচ্ছে। সেক্ষেত্রে কেউ ভুয়ো পরিচয় দিয়ে থাকলে যে কেউ তার বিরুদ্ধে ওই পোর্টাল এবং হেল্প লাইনে অভিযোগ জানাতে পারবেন। সেক্ষেত্রে তথ্য দেওয়ার জন্য তাদের পুরস্কৃত করা হবে। পাক স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বছরের জানুয়ারি পর্যন্ত ২৪টি আত্মঘাতী বোমা হামলা হয়েছে। যার মধ্যে ১৪ জন আত্মঘাতী বোমা হামলাকারী ছিল আফগানের নাগরিক। পাকিস্তানের দাবি, আফগানিস্তানে তালিবানরা ক্ষমতায় আসার পরে বেআইনিভাবে সীমানা পেরিয়ে পাকিস্তানে চলে এসেছেন প্রায় ৬ লক্ষ আফগান নাগরিক। 

 

পরবর্তী খবর

Latest News

‘‌আমি নির্যাতিতার পরিবারকে টাকার কথা বলিনি’‌, নবান্ন থেকে সাফ জানালেন মমতা বন্দে ভারত ট্রেন কে চালাবে… তা ঘিরে ধুন্ধুমার, জামা ছেঁড়া হল চালকের! কেন এমন হল নেই দেহের চালান! RG কর কাণ্ডে ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন SC-র, উঠল উত্তরবঙ্গ লবির নাম 'পদত্যাগ করবে বলে বিনীত আমার কাছে অনেকবার এসেছে', দাবি মমতার, ‘পুজো আছে তো…’ 'চুল টানা'র হুমকি পাপিয়ার! জবাবে কটাক্ষ করে কুণাল বললেন, 'ওটা কমে এসেছে, নজর দে ‘চা খেতে খেতে ভুলে যাবেন না…’! আরজি কর নিয়ে লেখা হল টি স্টলে, মুগ্ধ ইমন-প্রতীম চোর সন্দেহে দুই যুবককে মার কুলটিতে, সিআইএসএফের মারে মৃত্যু একজনের, বিক্ষোভ ওই ‘৫ ঘণ্টাই আসল’, বলল CBI, ইচ্ছা করে ঠিকমতো নমুনা রাখেনি? প্রশ্নের মুখে রাজ্য দুর্গা পুজো ২০২৪ এ দেবীর আগমন দোলায়, গমন কীসে? ফলাফল চমকে দেবে, রইল পঞ্জিকামত কন্যা সংক্রান্তি কবে? এই সংক্রান্তিতে দানের কেন বিশেষ গুরুত্ব রয়েছে জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.