Pakistan
সেরা খবর
সেরা ভিডিয়ো

ব্যাপক শোরগোল চৌধুরীহাট ঝিকরি এলাকায়। জমিতে চাষ করতে গিয়ে হতচকিত কৃষক। জমির নিচ থেকে উদ্ধার করা হয়েছে 'পাকিস্তান' লেখা যুদ্ধের শেল। জানা গিয়েছে, দিনহাটা দুই নং ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের ঝিকরি বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় ঘটনাটি ঘটেছে। ধানের বীজতলা তৈরি করতে গিয়ে মাটি খুঁড়তেই কিছু আগে কোদালে। সন্দেহ হতেই মাটি খুঁড়তে থাকেন স্থানীয় এক ব্যক্তি। অবশেষে বেরিয়ে আসে যুদ্ধের সময় ব্যবহৃত মর্টার সেল। এরপর তিনি এটি ঝিকরী বিএসএফ ক্যাম্পে নিয়ে গিয়ে বিএসএফ আধিকারিকদের দেখান এটি। তা দেখেই চমকে যান বিএসএফের আধিকারিকেরা। জানা গিয়েছে ওই সেলটি পাকিস্তানের, সেলটির গায়েও লেখা রয়েছে পাকিস্তান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় সাহেবগঞ্জ থানার বিশাল পুলিশ। পরবর্তীতে শেলটি যে জায়গা থেকে উদ্ধার হয়েছে সেখানেই রাখা হয়, বুধবার বিন্নাগুড়ি আর্মির বোম্ব স্কোয়াড টিম এসে শেলটিকে ডিসপোজ করে।






সেরা ছবি

- দুবাইয়ের স্লো উইকেটে খেলতে হবে না ভারতীয় দলকে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিগ ম্যাচগুলো খেলবে ভারত। জানা যাচ্ছে ভারতীয় দলের খেলার জন্যই নাকি দুটি অব্যবহৃত উইকেট তৈরি রাখা হয়েছে, এই ইভেন্টের কথা মাথায় রেখে। যেই উইকেটে সাম্প্রতিক সময় কোনও ম্যাচ খেলা হয়নি।





