পঞ্জাবের জলন্ধরে পুলিশের এক পদস্থ আধিকারিকের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম দলবীর সিং দেওল। তিনি ডিএসপি পদমর্যাদার আধিকারিক। তাঁরই দেহ উদ্ধার হয়েছে বস্তি বাওয়া খেল ক্যানেল থেকে। ৩১শে ডিসেম্বর আর ১ জানুয়ারির মাঝের রাতে। পুলিশ সূত্রে খবর। তিনি বিগতদিনে অর্জুন পুরস্কার পেয়েছিলেন বলেও খবর।
এডিসিপি ১ জলন্ধর বনবিন্দর সিং রণধাওয়া সংবাদসংস্থা এএনআইকে মঙ্গলবার জানিয়েছেন, দেহটি মাথার অংশে একটা আঘাতের চিহ্ন ছিল। আমরা কাছাকাছি এলাকার সিসি ক্যামেরার ফুটেজগুলি দেখছি। এই ফুটেজগুলি দেখতে পেলে কিছুটা হলেও বিষয়টি বোঝা যাবে।
তবে এনিয়ে বিস্তারিতভাবে কিছু জানা যায়নি।
তবে গোটা ঘটনায় নানা প্রশ্নচিহ্ন উঠছে। কীভাবে ওই পুলিশকর্তার মৃত্য়ু হয়েছে সেটা নিয়ে রহস্য দানা বেঁধেছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেটাও পরিষ্কার নয়। তবে কি ভারী কিছু দিয়ে তাঁকে আঘাত করা হয়েছিল?
এটা খুনের ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও কারণ আছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। তবে গোটা ঘটনায় রহস্য দানা বেঁধেছে। কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে সেটা দেখা হচ্ছে।
তবে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এই ঘটনার কারণ জানার চেষ্টা করছে।