Duttapukur Blast: কর্ণাটক আর পাঞ্জাবের ছাপ মারা বস্তা বোঝাই এসব কী? খাবারের আড়ালে বিস্ফোরক! দত্তপুকুরকাণ্ডে নয়া মোড়
Updated: 30 Aug 2023, 02:25 PM ISTবিস্ফোরণস্থলের কাছ থেকেই গুদাম ভর্তি বাজি অথবা বিস্ফোরক। ওপরে পাঞ্জাব আর কর্ণাটকে খাদ্যশস্য আর চিনির ছাপ দেওয়া।
একটি গুদামে সার দিয়ে বস্তা। ওপরে লেখা KPR Sugar Mill Ltd, Karnataka। আর সেই বস্তার মধ্য়েই রাখা রয়েছে বাজি। বাসিন্দাদের এমনটাই দাবি। আসলে ভিনরাজ্যের চিনি আর খাদ্যশস্যের আড়ালে পাচার করা হত বিস্ফোরক। অভিযোগ বাসিন্দাদের।