East-West Metro Latest Update: কথা দিয়েছিল মেট্রো, এবার কথা রাখতেও তৎপর KMRCL, অপেক্ষা রাজ্যের সবুজ সংকেতের
Updated: 05 Apr 2024, 03:58 PM ISTহাওড়া-এসপ্ল্যানেড রুটে চালু হয়ে গিয়েছে মেট্রোরেল পরিষেবা। এর ফলে বহু যাত্রী উপকৃত হয়েছেন। তবে এই নিত্য যাত্রীদের এই যাত্রা সুগম করতে অনেক বছর পরিশ্রম করতে হয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষকে। এই সময়কালে রাজ্যের থেকে ৩০ মিটার জমি নিয়েছিল মেট্রো। তার বদলে একটি বড় কথা দিয়েছিল তারা।
পরবর্তী ফটো গ্যালারি