বাংলা নিউজ > ছবিঘর > EB vs MB: দশ জনের বাগানের কাছেও হার ইস্টবেঙ্গলের, কোন ছকে বাজিমাত করলেন ফেরান্দো?

EB vs MB: দশ জনের বাগানের কাছেও হার ইস্টবেঙ্গলের, কোন ছকে বাজিমাত করলেন ফেরান্দো?

২৩ বছর পর ডুরান্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। আইএসএল জিতে মরশুম শেষ করেছিল তারা। এবার ডুরান্ড দিয়ে শুরু। একটা সময় ডুরান্ডের শেষ আটে ওঠা অনিশ্চিত ছিল বাগানের। কিন্তু শেষ পর্যন্ত তারাই বাজিমাত করল। তবে দশ জনে হয়ে যাওয়ার পরেও কোন স্ট্র্যাটেজিতে ইস্টবেঙ্গলকে বুড়ো আঙুল দেখিয়ে জয় ছিনিয়ে নিল বাগান?