একেবারে লাভে লাভ। প্রাইভেট জেট সহ অন্য়ান্য সুবিধা তো ছিলই। তার সঙ্গে ছিল যত খুশি পিৎজা কেনার সুবিধা।
1/4ডোমিনোজের প্রাক্তন সিইও রিচ অ্য়ালিসন ২০২২ সালে চাকরি থেকে অবসর নিয়েছিলেন। তবে চাকরির শর্ত হিসাবে তাঁর বাৎসরিক পিৎজার বিল কোম্পানিই মেটাত। তাতেই কেল্লাফতে। তিনি প্রায় ৪,০০০ মার্কিন ডলারের পিৎজা তিনি ব্যক্তিগতভাবে ব্যবহার করেছিলেন বলে দাবি করেছিলেন । ক্ষতিপূরণের অঙ্ক হিসাবেই এটা দেওয়ার কথা বলা হয়েছিল। সব মিলিয়ে এটা দাঁড়াচ্ছে প্রায় ৩ লাখ পিৎজা তিনি ব্যক্তিগত ব্যবহারের জন্য কিনেছিলেন। অর্থাৎ কোম্পানির খরচে তিনি এই এত বিপুল সংখ্যক পিৎজা এক বছরে কিনেছিলেন। আর হয়তো অবসরের সময় তিনি এজন্যই বলে ফেলেছিলেন, আমার পদটি ছিল 'Privilege of a lifetime'Justin Sullivan/Getty Images/AFP (Photo by JUSTIN SULLIVAN / GETTY IMAGES NORTH AMERICA / Getty Images via AFP) (REUTERS)
2/4গত মে মাসে তিনি তাঁর পদ থেকে সরে এসেছিলেন। ২০২১ সালে তিনি ব্যক্তিগত পিৎজার খরচ হিসাবে ৩,৯১৯ মার্কিন ডলারের বিল জমা দিয়েছিলেন। তবে এবারই যে তিনি পিৎজার জন্য় এত বিল করেছেন এমন নয়। এর আগেও তিনি এই কীর্তি করেছিলেন। REUTERS/Peter Cziborra (REUTERS)
3/4২০২০ সাল। গোটা বিশ্ব অতিমারির কবলে। পরিস্থিতি একেবারে ভয়াবহ। সেই সময় তাঁর পিৎজা বাবদ খরচ দেখানো হয়েছিল ৬,১২৯ মার্কিন ডলার।আর সবটাই কোম্পানির খরচে। তবে তাদের কর্তার এই পিৎজা খাওয়ার স্বভাব নিয়ে ডোমিনোজের তরফে কোনও মন্তব্য করা হয়নি। REUTERS/Peter Cziborra (REUTERS)
4/4প্রায় এক দশক ধরে ডোমিনোজে কাজ করতেন অ্যালিসন। চার বছর তিনি কোম্পানির সিইও ছিলেন। ২০২২ সালে তিনি অবসর নেন। সিইও থাকাকালীন তিনি ডোমিনোজে একটি নতুন ধরনের সংস্কৃতি তৈরি করেছিলেন। মানে কাজের ক্ষেত্রে ঝুঁকি নিয়ে হলেও কোম্পানিকে যাতে এগিয়ে নিয়ে যাওয়া হয় তার কাজ তিনি করতেন। collected images (REUTERS)