Gold and Silver Prices in Kolkata: সামনেই বিয়ের মরশুম। তার আগে কলকাতার বাজারে সস্তা হয়েছে সোনা এবং রুপোর দাম। সোনার দর কিছুটা পড়েছে। রুপোর তো বড়সড় পতন হয়েছে। আজ (শুক্রবার) সোনা এবং রুপোর দাম কত থাকছে, তা দেখে নিন -
1/5আজ ভারতীয় বাজারে বেড়েছে সোনার দাম। এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.১৭ শতাংশ বা ৯৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫৫,৩৮৩ টাকা। আবার রুপোর দাম ৩৩৭ টাকা বেড়ে ৬৮,৪১৫ টাকায় ঠেকেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়েছে। সকাল ১০ টা ৪ মিনিটে এক আউন্স স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ বেড়ে ঠেকেছে ১,৮৩৬.৫৯ ডলারে। মার্কিন গোল্ড ফিউচার্সের দাম ১,৮৪১.৩ ডলারে অবিচল আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টানা তিনবার সাপ্তাহিক উত্থানের মুখে দাঁড়িয়ে আছে হলুদ ধাতু। চলতি সপ্তাহে এখনও পর্যন্ত সোনার উত্থান হয়েছে ০.৭ শতাংশ। আপাতত মার্কিন বেকারত্বের রিপোর্টের জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা। যে রিপোর্টের ভিত্তিতে সুদের হার বৃদ্ধি মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডেরাল রিজার্ভ সিদ্ধান্ত নিতে পারে। সেটার উপরই আগামিদিনে সোনার দাম নির্ভর করবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5কলকাতার খুচরো বাজারে আজ সোনার দাম কত পড়ছে? পাকা সোনা (২৪ ক্যারাট, ১০ গ্রাম): ৫৬,৪৫০ টাকা (আগেরদিন ছিল ৫৬,৭০০ টাকা)। গয়নার সোনা (২২ ক্যারাট, ১০ গ্রাম): ৫৩,৫৫০ টাকা (আগেরদিন ছিল ৫৬,৮০০ টাকা)। হলমার্ক সোনার গয়না (২২ ক্যারাট, ১০ গ্রাম): ৫৪,৩৫০ টাকা (আগেরদিন ছিল ৫৬,৬০০ টাকা)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)