হিন্দুস্তান টাইমস বাংলার জাতীয়, আন্তর্জাতিক, বাণিজ্য ও স্থানীয় বিভাগে কর্মরত অয়ন দাস। খেলাধুলো নিয়েও লেখালেখি করেন। নঙ্গী হাইস্কুলে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০১৮ সালে 'ইটিভি ভারত' থেকে কর্মজীবন শুরু। হিন্দুস্তান টাইমস বাংলার জন্মলগ্ন থেকেই এখানে আছেন।