New Law by KMC for tenants: পুরনো ভেঙে নতুন বাড়ি হলে তাতেও জায়গা পাবেন ভাড়াটেরা, এল নয়া আইন
Updated: 20 Aug 2023, 02:53 PM ISTকলকাতার ভাড়া বাড়িতে থাকা মানুষজনের জন্য সুখবর। ভাড়াটেদের কথা ভেবে এবার নয়া আইন আনল কলকাতা পুরসভা। এতে করে ভাড়াটেদের স্বার্থরক্ষা হবে বলে মনে করা হচ্ছে। এই আইনের ফলে ভাড়াটাদের বাড়ি থেকে 'তাড়ানো' যাবে না। এই নয়া আইনে অবশ্য বাড়ির মালিকদের কোনও ক্ষতি হবে বলে দাবি করেন মেয়র ফিরহাদ হাকিম।
পরবর্তী ফটো গ্যালারি