Passenger Train Fares cut: এক ধাক্কায় ৫০ শতাংশ পর্যন্ত ভাড়া কমাল রেল, ভোটের আগে বড় উপহার যাত্রীদের
Updated: 28 Feb 2024, 01:30 PM ISTসামনেই লোকসভা নির্বাচন। এই আবহে যাত্রীদের বড় উপহার দিল রেল। এমনিতেই কোভিডের পর থেকে প্রবীণ নাগরিকদের ছাড় ফেরেনি। এদিকে বহু দূরপাল্লার ট্রেনে ডায়নামিক ফেয়ারের জেরে ভাড়া মাঝে মাঝে আকাশ ছুঁয়ে ফেলে। এরই মাঝে এবার প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কাটছাঁট করা হল।
পরবর্তী ফটো গ্যালারি