Steel Plant in Salbani: চাকরি হবে ১২,০০০- 'ক্যাপ্টেন' সৌরভের কারখানার হাত ধরে ভারতীয় দল হতে চাইছে শালবনি
Updated: 16 Sep 2023, 07:34 PM IST‘ক্যাপ্টেন’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ভারতীয় দল হয়ে উঠতে চাইছে শালবনি। সৌরভ যখন ভারতীয় দলের অধিনায়ক হয়েছিলেন, তখন নানা সমস্যায় টিম ইন্ডিয়া জর্জরিত ছিল। সেখান থেকে ভারতীয় দলকে বের করে সাফল্যের পথে নিয়ে গিয়েছিলেন। শালবনিতেও সেটাই হবে বলে আশাবাদী স্থানীয় মানুষরা।
পরবর্তী ফটো গ্যালারি