সোমবার সকালেই মহাকাশের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল স্পেস এক্স-এর 'ক্রু ৬' স্পেসক্রাফ্টের। তবে ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় লঞ্চের নির্ধারিত সময়ের মাত্র দুই মিনিট আগে বাতিল হল মহাকাশযানটির উৎক্ষেপণ।
1/4ফ্লরিডায় কেনেডির লঞ্চ কমপ্লেক্স থেকে 'ক্রু ৬' মহাকাশযানের উৎক্ষেপণের কথা ছিল সোমবার। কিন্তু লঞ্চের মিনিট দুয়েক আগেই স্থগিত হয়ে যায় উৎক্ষেপণ। ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ার জেরেই নাসা এবং স্পেস এক্স যৌথ ভাবে এই মিশন স্থগিত করে দেয়।
2/4এই উৎক্ষেপণ স্থগিত করার বিষয়ে টুইট বার্তায় স্পেস এক্স লেখে, 'ট্রাইথাইলালুমিনিয়াম-ট্রাইথাইলবোরেন গ্রাউন্ড সিস্টেম সমস্যার কারণেই ক্রু ৬ মিশনের উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে। ক্রু ৬-এর সকল সদস্য এবং মহাকাশযানটি সঠিক অবস্থাতেই রয়েছে এবং ক্রু ড্রাগন নামানোর আগেই প্রপেল্যান্ট অফলোড শুরু হয়ে গিয়েছে।'
3/4এদিকে মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, গতকাল ফ্লোরিডায় লঞ্চ সেন্টারের আশেপাশের আবহাওয়ার পরিস্থিতি মহাকাশযান উৎক্ষেপণের জন্য অত্যন্ত অনুকূল ছিল। তবে মিশন স্থগিত হওয়ায় আজ ফের নতুন করে লঞ্চের প্রচেষ্টা করা হবে। স্পেস এক্স জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত ১২টা ৩৪ মিনিট (ইংরেজি মতে বৃহস্পতিবার ভোররাত) নাগাদ ফের একবার লঞ্চের প্রচেষ্টা করা হবে।
4/4নাসার মহাকাশচারী স্টিফেন বোয়েন এবং ওয়ারেন উডি হোবার্গ, সংযুক্ত আরব আমিরাশাহির মহাকাশচারী সুলতান আলনেয়াদি এবং রাশিয়ান মহাকাশ সংস্থা রোসকসমসের মহাকাশচারী আন্দ্রে ফেদিয়াভ গবেষণার জন্য ছয় মাসের জন্য এই স্পেসক্রাফ্টে করে মহাকাশে যাবেন। মহাকাশে সাধারণ মানুষের যাওয়ার পথ সুগম করতে এই মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।