বাংলা নিউজ > ময়দান > ICC WC Qualifiers 2023: ODI বিশ্বকাপের স্বপ্ন কার্যত শেষ, হতাশায় ভেঙে পড়লেও আশায় বুক বাঁধছে ওয়েস্ট ইন্ডিজ

ICC WC Qualifiers 2023: ODI বিশ্বকাপের স্বপ্ন কার্যত শেষ, হতাশায় ভেঙে পড়লেও আশায় বুক বাঁধছে ওয়েস্ট ইন্ডিজ

হতাশ ক্যারিবিয়ান ক্রিকেটারকে সান্ত্বনা দিচ্ছেন জিম্বাবোয়ের ক্রিকেটাররা। ছবি- আইসিসি টুইটার

জিম্বাবোয়ের বিরুদ্ধে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে হারতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। এই ম্যাচ হারের ফলে বিশ্বকাপের টিকিট পাওয়ার আশা কার্যত শেষ ক্যারিবিয়ানদের। তবে এখনও আশা দেখছেন সাই হোপ।

চলতি বছরের আক্টোবর মাসে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেট বিশ্বের প্রায় সব দলের প্রস্তুতি এখন তুঙ্গে। আর কয়েকদিন পর বিশ্বকাপের সূচি প্রকাশ করবে আইসিসি। তবে বিশ্বকাপের মূল পর্বে ওঠার জন্য লড়াই চালাচ্ছে বেশ কিছু দল। তাদের মধ্যে রয়েছে এক সময় ক্রিকেট বিশ্বে শাসন করা ওয়েস্ট ইন্ডিজও। যোগ্যতা অর্জনকারী ম্যাচ চলছে জিম্বাবোয়েতে। সেই জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচে হারতে হল ক্যারিবিয়ানদের।

হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান অধিনায়ক সাই হোপ। প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ২৬৮ রান করে। সিকান্দার রাজা ও রায়ান বার্ল অর্ধশতরান করে যান। অধিনায়ক ক্রেগ আরভিন ৪৭ রানে আউট হয়ে যান। ক্যারিবিয়ান ক্রিকেটার কিমো পল বল হাতে তিন উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালই করে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ওপেন করতে নামা ব্র্যান্ডন কিং তাড়াতাড়ি আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরে গেলেও কাইল মায়ার্স অর্ধশতরান করেন। কিন্তু তারপর থেকে খেল হারিয়ে ফেলেন জামাইকান ব্যাটার। প্রত্যেককে ইনিংস তৈরি করলেও বড় রান করতে ব্যর্থ হন। রোস্টন কিছুটা চেষ্টা করলেও ৪৪ রানে থেমে যায় তার ইনিংস। ফলে ২৩৩ রানে অলআউট হয়ে যায় তারা। জিম্বাবোয়ের হয়ে তিন উইকেট নেন টেন্ডাই চাতারা।

ক্যারিবিয়ানদের এই হারের ফলে ওডিআই বিশ্বকাপের মূল পর্বে ওঠা বেশ অনেকটা কঠিন হয়ে গেল। ম্যাচ শেষের পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক সাই হোপ সাংবাদিক সম্মেলনে এসে বলেন, 'অনেক কিছু আমার মাথার মধ্যে ঘুরছে এখন। জানিনা এখন সেটা বোঝাতে পারবো কিনা। এই ম্যাচ হারাতে অনেক হতাশ হয়েছি। তবে এই টুর্নামেন্ট এখনও শেষ হয়ে যায়নি। পরের ম্যাচগুলিতে আমাদের লক্ষ্য থাকবে থাকবে সেরা ক্রিকেটটা খেলার। পুরনো ম্যাচের ব্যর্থতা অবশ্যই ভুলে যেতে হবে।'

তিনি আরও বলেন, 'মাঠে এবং মাঠের বাইরে চ্যালেঞ্জ থাকবেই। আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে যে আমরা করতে পারি এবং বুঝে নিতে হবে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কী করা উচিত। আমাদের বোলারদের সব সময় বলা হয় সুযোগ তৈরি করতে, ওরা সেটা করেছে কিন্তু ব্যাট হাতে আমরা ব্যর্থ হয়েছি। সোমবার ফের মাঠে নামার আগে আমাদের একটা দিন ছুটির প্রয়োজন বলে আমি মনে করি।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

চালান আনতে হবে! ভরা কোর্টে ব্যাকফুটে সিব্বল, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের কোলে বসিয়ে চুমু নাকি ‘অ্যাক্সিডেন্ট’, ‘একঘরে’ অরিন্দমের সাফাইতে চটল অভিযোগকারিণী ৬৯ হাজার সহকারি শিক্ষকের নতুন তালিকা তৈরির নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ ওই রাজ্যে 'জাস্টিস ফর আর জি কর'-সুদূর কানাডাতেও ফের গর্জে উঠলেন প্রতিবাদীরা গণপতি বিসর্জনে নবদম্পতি অনন্ত-রাধিকা, কিছু মুহূর্ত প্রকাশ্যে খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে? বিমার কী হবে? দেখে নিন দেশে মাঙ্কিপক্সের ‘বিচ্ছিন্ন’ কেস-র হদিশ! কেন্দ্র জানাল জরুরি তথ্য, উপসর্গ কী? ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.