অধিনায়কোচিত দৃঢ়তায় ব্যাট হাতে লড়াই চালালেন নীতীশ রানা। যদিও তাঁর লড়াই ব্যর্থ হয় শিবম দুবের ব্যাটিং তাণ্ডবে। দেওধর ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে নীতীশের উত্তরাঞ্চলকে হারিয়ে দেয় প্রিয়ঙ্ক পাঞ্চালের নেতৃত্বাধীন পশ্চিমাঞ্চল।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ পুদুচেরির মাঠে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে উত্তরাঞ্চল। তারা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৫৯ রান সংগ্রহ করে। হাফ-সেঞ্চুরি করেন হিমাংশু রানা, নীতীশ রানা ও শুভম রোহিল্লা।
হিমাংশু ৪টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে ৫৪ রান করে মাঠ ছাড়েন। নীতীশ ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৮ বলে ৫৪ রান করেন। শুভম ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন। এছাড়া অভিষেক শর্মা ২৯, প্রভসিমরন সিং ২৬, মনদীপ সিং ১৩, নিশান্ত সিন্ধু ১১ ও ঋষি ধাওয়ান অপরাজিত ১২ রান করেন।
পশ্চিমাঞ্চলের হয়ে ২৯ রানে ৩টি উইকেট নেন শামস মুলানি। ১টি করে উইকেট দখল করেন রাজবর্ধন হাঙ্গার্গেকর, সরফরাজ খান ও রাহুল ত্রিপাঠী। উইকেট পাননি অতীত শেষ, আর্জান নাগওয়াসওয়ালা, কথন প্যাটেল ও শিবম দুবে।
আরও পড়ুন:- Ashes 2023: জমাট ওপেনিং জুটিতে অ্যাশেজের শেষ টেস্ট জমিয়ে দিলেন ওয়ার্নার-খোয়াজা
জবাবে ব্যাট করতে নেমে পশ্চিমাঞ্চল ৪৮.৫ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৬০ রান তুলে ম্যাচ জিতে যায়। ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে তারা। আইপিএলের মেজাজে একের পর এক ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের লক্ষ্য পৌঁছে দেন শিবম দুবে। তিনি ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৭৮ বলে ৮৩ রান করে অপরাজিত থাকেন।
এছাড়া হাফ-সেঞ্চুরি করেন হার্ভিক দেশাই ও কথন প্যাটেল। হার্ভিক ৭টি বাউন্ডারির সাহায্যে ৭০ বলে ৫৬ রান করেন। কথন ৬টি বাউন্ডারির সাহায্যে ৮৫ বলে ৬৩ রান করে নট-আউট থাকেন। ব্যাট হাতে ব্যর্থ হন রাহুল ত্রিপাঠী। তিনি মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন। প্রিয়ঙ্ক পাঞ্চাল ১৪ ও সামর্থ ব্যাস ২৫ রানের যোগদান রাখেন।
উত্তরাঞ্চলের হয়ে ১টি করে উইকেট নেন ঋষি ধাওয়ান, মায়াঙ্ক যাদব ও নীতীশ রানা। উইকেট পাননি নিশান্ত সিন্ধু, হর্ষিত রানা ও মায়াঙ্ক মার্কান্ডে। পশ্চিমাঞ্চলের চার ম্য়াচে এটি তৃতীয় জয়। তারা দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের পিছনে লিগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে উত্তরাঞ্চলের এটি চার ম্যাচে তৃতীয় হার। তারা রয়েছে মধ্যাঞ্চলের পিছনে লিগ টেবিলের পাঁচ নম্বরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।