অ্যাশেজে চতুর্থ টেস্টের পঞ্চম দিন অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং করল বৃষ্টিই। বৃষ্টির জেরে কার্যত দু'দিনের খেলা ভেস্তে গেল। এতে কপাল পুড়ল ইংল্যান্ডের। ম্যাঞ্চেস্টারে জয়ের দোড়গোড়ায় দাঁড়িয়েও, শেষ পর্যন্ত ড্র করে সন্তুষ্ট থাকতে হল ইংল্যান্ডকে। এতে যা পরিস্থিতি হল, তাতে ইংল্যান্ডের আর অ্যাশেজ জয়ের সম্ভাবনা থাকল না। এখন সিরিজ ড্র করতে, শেষ টেস্ট জিততেই হবে ব্রিটিশদের। আর পঞ্চম টেস্ট ড্র হলেই, সিরিজ জিতে যাবে অস্ট্রেলিয়া। কারণ চতুর্থ টেস্ট ড্র হওয়ায় অজিরা অ্যাশেজে ২-১ এগিয়ে রয়েছে।
আরও পড়ুন: ফ্ল্য়াট পিচে ৫ উইকেট নেওয়াটা মোটেও সহজ ছিল না- সিরাজ কৃতিত্ব দিলেন সহকারী কোচকে
ম্য়াঞ্চেস্টারে জিততে পারলেই সিরিজে সমতা ফেরাতে পারত ইংল্যান্ড। কিন্তু বৃষ্টিতে ম্যাচ পণ্ড হওয়ার বিষয়টি কিছুতেই হজম করতে পারছেন না ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আবহাওয়া আমাদের সহায়তা করেনি। আমরা এটা নিজেদের চাওয়া মতো বদলাতেও পারি না। এটা হজম করা কঠিন। কারণ, আবহাওয়া কারণেই আমাদের ড্র করতে হল। অথচ যতক্ষণ খেলা হয়েছে, নিজেদের পক্ষে যা সম্ভব, সবটাই আমরা করেছি। প্রথম তিন দিন আমরা যে ক্রিকেট খেলেছি তার পরে শুধুমাত্র বৃষ্টির জন্য জিততে পারলাম না। ফলে সিরিজ জেতাও হল না। পুরোটা সময় আমরা দাপট দেখিয়েছি, কিন্তু যেটা হল, মানা যায় না।’
আরও পড়ুন: ঋষভের যা চোট, ও পরের বছরের আইপিএল খেলতে পারবে কিনা সন্দেহ, আশঙ্কা সতীর্থের
চতুর্থ দিন বৃষ্টির জন্য মাত্র একটি সেশন খেলা হয়েছিল। তার পরেও ইংল্যান্ড এগিয়েছিল ৬১ রানে। পঞ্চম দিনে অস্ট্রেলিয়ার শেষ ৫ উইকেট তুলে ফেলতে পারলেই, ইনিংসের ব্যবধানে জয় পেত তারা। কারণ অজির ব্য়াটিং অর্ডার বেশ নড়বড় করছিল। আর সেটা না হলেও চতুর্থ ইনিংসে ম্যাচ জেতার সুযোগ তো ছিলই। কিন্তু পঞ্চম দিনে একটি বলও খেলা হল না। ম্যাচ শেষে হতাশ স্টোকস বলছিলেন, ‘সিরিজ জিততে হলে এই ম্যাচ আমাদের জিততেই হতো। তাই প্রথমে বল নিয়ে অস্ট্রেলিয়াকে ৩১৭ রানে আউট করেছিলাম। পরে ব্যাট করে ৫৯২ রান করেছিলাম। এর থেকে বেশি আমরা আর কীই বা করতে পারতাম। পুরো খেলা হলে হয়তো জিতেই মাঠ ছাড়তাম। ম্যাচে আমরা কোনও ভুল করেছি, বলা যাবে না। কিন্তু এর পরও ড্র মানাটা কঠিন। কারণ, আমরাই এগিয়ে ছিলাম।’
সিরিজে হারের হাত থেকে বাঁচতে শেষ টেস্ট জিততেই হবে ইংল্যান্ডকে। তাই স্টোকস বলছিলেন, ‘শেষ টেস্ট আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। আমরা জিতে সিরিজ শেষ করতে চাই। তাই সেই মানসিকতা নিয়েই নামব। আশা করি, সেখানেও দর্শকদের সমান সমর্থন আমরা পাব।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।