বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > আশঙ্কাই সত্যিই হল, ISL শুরুর আগেই বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল, বেশ কয়েক মাসের জন্য ছিটকে গেলেন এলসে

আশঙ্কাই সত্যিই হল, ISL শুরুর আগেই বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল, বেশ কয়েক মাসের জন্য ছিটকে গেলেন এলসে

জর্ডন এলসে।

দীর্ঘদেহী সেন্টার ব্যাক এলসের সঙ্গে লালচুংনুঙ্গার জুটি বেশ জমে উঠেছিল। আইএসএল-এ এই জুটির উপরেই ভরসা করছিল লাল-হলুদ শিবির। রক্ষণ সামলানোর পাশাপাশি গোলও করছিলেন এলসে। কিন্তু আইএসএল শুরুর আগেই বেশ কয়েক মাসের জন্য চোট পেয়ে ছিটকে গেলেন এলসে।

একেই ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগানের কাছে হারতে হয়েছে। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইস্টবেঙ্গলকে। সদ্য পাওয়া সেই যন্ত্রণাকে আরও বাড়িয়ে দিয়ে বড় ধাক্কা খেল লাল-হলুদ। আইএসএলের আগেই চোট পেয়ে অর্নিদিষ্টকালের জন্য ছিটকে গেলেন তারকা অজি ডিফেন্ডার জর্ডন এলসে। সোমবার ইস্টবেঙ্গলের তরফে সরকারি ভাবে জানানো হয়েছে, এলসে বেশ কিছু মাসের জন্যই ছিটকে গিয়েছেন।

রবিবার ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে প্রথমার্ধেই হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন এলসে। তিনি যে ভাবে মাঠ ছাড়েন, তখনই আশঙ্কা করা হয়েছিল, চোট গুরুতর। ম্যাচ শেষে লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত জানিয়ে দেন, এলসেকে নিয়ে চিন্তার কারণ রয়েছে। আর সেই চিন্তাটাই সত্যি হল। এলসের চোট পরীক্ষা করার পর সোমবার ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, হাঁটুর চোটের জন্য তাঁকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে।

আরও পড়ুন: ডালহৌসিকে হারিয়ে কলকাতা লিগের সুপার সিক্সে জায়গা পাকা করে ফেলল মহমেডান

তবে তাঁর কী ধরনের চোট লেগেছে বা মাঠে ফিরতে কত দিন লাগতে পারে, তা নির্দিষ্ট ভাবে জানানো হয়নি ক্লাবের পক্ষ থেকে। তবে এলসের পক্ষে হয়তো এবারের আইএসএল-এ খেলা সম্ভব হবে না। যদিও তাঁর পরিবর্ত নিয়ে এখনও কিছু লাল-হলুদের তরফে জানানো হয়নি।

সোমবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, ‘ডুরান্ড কাপের ফাইনালে দুর্ভাগ্যজনক ভাবে হাঁটুতে চোট পেয়েছে এলসে। আগামী কয়েক মাস ওর খেলার সম্ভাবনা নেই। এই কঠিন সময়ে আমরা ওর পাশে থাকব। আশা করব, দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে এলসে।’

আরও পড়ুন: এই বছর থেকে শুরু হচ্ছে না ফেডারেশন কাপ, পিছিয়ে গেল আরও এক বছর

রক্ষণ শক্তিশালী করতে আনা হয়েছিল অস্ট্রেলীয় ডিফেন্ডার জর্ডান এলসেকে। এলসের সঙ্গে লালচুংনুঙ্গার জুটি বেশ জমে উঠেছিল। আইএসএল-এ এই জুটির উপরেই ভরসা করছিল লাল-হলুদ শিবির। রক্ষণ সামলানোর পাশাপাশি গোলও করছিলেন এলসে। ডুরান্ড কাপে তিনি ভালো পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন। কিন্তু অজি ডিফেন্ডারের হাঁটুর চোটের কারণে পরিস্থিতি বদলে গেল। এখন আবার নতুন করে পরিকল্পনা করতে হবে কুয়াদ্রাতকেও। হয়তো এশিয়ান কোটায় অন্য কোনও ডিফেন্ডারকে দলে নেবে ইস্টবেঙ্গল।

এবারের আইএসএল-এর সূচি এখনও ঘোষণা করা হয়নি। তবে হয়তো সেপ্টেম্বরের শেষের দিকেই শুরু হতে পারে ইন্ডিয়ান সুপার লিগ। ফলে প্রস্তুতির জন্য খুব বেশি সময়ও নেই। এই পরিস্থিতিতে এত কম সময়ের মধ্যে এলসের পরিবর্ত খোঁজাটাও বেশ কঠিন কাজ ইস্টবেঙ্গলের জন্য।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সফরে মুখ্যমন্ত্রী, একাধিক জায়গায় যাবার সম্ভাবনা শাক–সবজির বাজারে আগুন দর, সেঞ্চুরির দোরগোড়ায় পেঁয়াজ, বানভাসী অবস্থা দায়ী স্বাস্থ্যভবন চত্বর মুড়ে ফেলা হচ্ছে সিসি ক্যামেরায়, এমন পদক্ষেপের নেপথ্য কারণ কী? স্পিন বিভাগ শক্তিশালী করে বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ, ঘোষিত হল স্কোয়াড গ্রামের মেয়ে অলিম্পিকে মেডেল আনবে তীরন্দাজিতে, জলসায় আসছে ‘রাঙামতি তীরন্দাজ’ একজন ডাকাবুকো, আরেকজন ভীতু! ‘দুই শালিক’-এ তিতিক্ষা-নন্দিনীর নায়ক হচ্ছেন কারা? আরজি কর আবহে ফের উঠে এল ধনঞ্জয়ের ফাঁসির কথা, মামলা কি 'রিওপেন' হবে? পিতৃপক্ষে এই ২ গাছে করুন জল নিবেদন ও পুজো, পূর্বপুরুষদের কৃপায় আসবে সমৃদ্ধি মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হতে পারেন ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বারবার শেষ ধাপে হোঁচট, কীভাবে বদলাবে প্রবণতা, জানালেন হরমনপ্রীত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.