বাংলা নিউজ > টেকটক > WhatsApp-এ অজানা বিদেশি নম্বর থেকে ফোন আসছে? খুব সাবধান! ভুলেও এই কাজটি করবেন না

WhatsApp-এ অজানা বিদেশি নম্বর থেকে ফোন আসছে? খুব সাবধান! ভুলেও এই কাজটি করবেন না

ফাইল ছবি: রয়টার্স (REUTERS)

সম্প্রতি এক নতুন ধরণের হোয়াটসঅ্যাপ প্রতারণার ঘটনা বৃদ্ধি পেয়েছে। হঠাত্ই, মাঝরাতে বা ভোররাতে কল আসছে। বেশিরভাগ ক্ষেত্রেই কোনও বিদেশি নম্বর থেকে। ISD কোড অনুসারে, মালয়েশিয়া, কেনিয়া এবং ভিয়েতনামের মতো দেশের নম্বর। একবার রিং হয়েই ফোন কেটে দেওয়া হচ্ছে।

হোয়াটসঅ্যাপে দিন দিন প্রতারণার ঘটনা বাড়ছে। অনেকেই নিজের অজান্তেই প্রতারকদের পাতা নিত্যনতুন ফাঁদে পা দিচ্ছেন।

সম্প্রতি এক নতুন ধরণের হোয়াটসঅ্যাপ প্রতারণার ঘটনা বৃদ্ধি পেয়েছে। হঠাত্ই, মাঝরাতে বা ভোররাতে কল আসছে। বেশিরভাগ ক্ষেত্রেই কোনও বিদেশি নম্বর থেকে। ISD কোড অনুসারে, মালয়েশিয়া, কেনিয়া এবং ভিয়েতনামের মতো দেশের নম্বর। একবার রিং হয়েই ফোন কেটে দেওয়া হচ্ছে। আরও পড়ুন: Fraud Alert: চাকরির মেসেজ এসেছে? প্রথমে টাকাও দেবে, পরে খোয়াবেন লাখ-লাখ টাকা, ফাঁদ অনলাইনে!

বেশিরভাগ ব্যক্তিই বিদেশি নম্বর থেকে কল দেখে ঘাবড়ে যাচ্ছেন। ভাবছেন, কীভাবে তাঁদের নম্বর ছড়িয়ে পড়ল! সোশ্যাল মিডিয়ায় একটু এই বিষয়ে ঘাঁটলেই জানবেন, বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরই এই একই অভিজ্ঞতা হয়েছে। ইদানিং কলকাতা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এই ধরণের ঘটনা বেড়েছে।

+60 (মালয়েশিয়া), +254 (কেনিয়া) এবং +84 (ভিয়েতনাম)-এর নম্বর থেকে WhatsApp-এ কল পেয়েছেন অনেকে। +62 (ইন্দোনেশিয়া) এবং +223 (মালি) থেকেও কল পেয়েছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা।

এবার ধরুন কল লগ থেকে সেই নম্বরটি দেখে কল ব্যাক করলেন। সেটা করলেই বলা হবে, 'হ্যালো, ইউ হ্যাভ রিচড দ্য অপারেটর, প্লিজ হোল্ড'(আপনি অপারেটরের কাছে পৌঁছে গিয়েছেন, অনুগ্রহ করে অপেক্ষা করুন)। এবার ধরুন আপনি বুঝতে না পেরে অপেক্ষা করতে থাকলেন। এদিকে আপনার থেকেই যে মিনিট হিসাবে টাকা চার্জ করা হচ্ছে, তা ঘুণাক্ষরেও টের পাবেন না। আন্তর্জাতিক কল রেটের চড়া হারে টাকা আরোপ হবে। অনেকেরই আত্মীয়-পরিজন বিদেশে থাকেন। তাঁরা কোনও আপদকালীন ফোন এসেছে ভেবে অপেক্ষা করতে থাকেন।

এই ধরণের এক এক কলে অনেকের আন্তর্জাতিক হারে কয়েরশো ডলার পর্যন্ত বিল হতে পারে। ভারতীয় মুদ্রায় যা ৮,০০০ টাকারও বেশি। এই কলের বিল হিসাবে কমিশন পায় প্রতারকরা। যতক্ষণ কেউ ফোন ধরে অপেক্ষা করবেন, ততটাই বেশি কমিশন। আরও পড়ুন: ২ মেয়ের চাকরি হয়েছিল, আরও কিনতে হুগলির সেই TMC নেতাই শান্তনুকে দেন ১ কোটি ৪০ লক্ষ টাকা!

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন