Updated: 16 Jun 2023, 10:42 PM IST
Ranita Goswami
'আদিপুরুষ' জ্বরে কাঁপছে দেশের বিভিন্ন প্রান্ত। শুরু থেকে প্রভাস-কৃতির এই ছবি ঘিরে যতই বিতর্ক থাক, মুক্তি পেতেই ছবিটা বদলে গেছে। 'আদিপুরুষ' দেখতে দেশের বিভিন্ন সিনেমাহলে ভিড় জমিয়েছেন বহু দর্শক। নানান ঘটনাও সামনে আসছে। কোথায় হলে 'আদিপুরুষ' চলাকানীল ঢুকে পড়ে বানর, কোথাও আবার বজরংবলীর সংরক্ষিত আসনে বসার অপরাধে মার খেতে হয় দর্শককে। এরই মাঝে আবার হাত কেটে প্রভাসের ছবি রাঙিয়ে দেন এক অনুরাগী।