Updated: 26 Apr 2023, 03:20 PM IST
লেখক Ayan Das
ক্লাসে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে এক যুবক। শিক্ষকের টেবিলে রাখা দুটি বিয়ারের বোতল। ওই দুটি বোতলে অ্যাসিড রাখা ছিল বলে জানানো হয়েছে। তার জেরে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। খবর ছড়াতে আতঙ্কিত হয়ে পড়েন অভিভাবকরাও। মালদার মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে সেই ঘটনা ঘটেছে।