বাংলা নিউজ > ক্রিকেট > CSK and RCB qualification scenario: IPL প্লে-অফে একইসঙ্গে উঠতে পারে CSK ও RCB! কোন অঙ্কে ধোনি ও বিরাটের হাসি ফুটবে?

CSK and RCB qualification scenario: IPL প্লে-অফে একইসঙ্গে উঠতে পারে CSK ও RCB! কোন অঙ্কে ধোনি ও বিরাটের হাসি ফুটবে?

সব অঙ্ক মিললে আইপিএলের প্লে-অফে একইসঙ্গে উঠতে পারে CSK এবং RCB। (ছবি সৌজন্যে এএফপি)

আইপিএলের প্লে-অফে উঠতে পারে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে পুরোটাই অঙ্কের উপর নির্ভর করছে। কোন অঙ্কে আইপিএলের প্লে-অফে উঠতে পারবেন মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি, সেটা দেখে নিন।

কয়েকদিন আগেই যেটা কার্যত অবাস্তব মনে হচ্ছিল, এখন সেটার সম্ভাবনা কিছুটা বেড়ে গিয়েছে। আইপিএলের ‘ডবল হেডার’ রবিবারে যা হল, তাতে প্লে-অফে উঠে যেতে পারে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও সেটার জন্য অনেক অঙ্ক মিলতে হবে। সেইসব পারমুটেশন-কম্বিনেশন মিলে গেলে তবেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এবং রাজস্থান রয়্যালসের সঙ্গে প্লে-অফে উঠে যাবে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির দল। সেটাই যদি হয়, তাহলে লিগ টেবিলের শীর্ষে থাকা দল হিসেবে প্রথম কোয়ালিফায়ারে খেলবে কেকেআর এবং রাজস্থান। আর এলিমিনেটরে খেলবে চেন্নাই এবং বেঙ্গালুরু। কোন অঙ্কে সেটা সম্ভব হবে, তা দেখে নিন।

আইপিএলের পয়েন্ট টেবিল

দলম্যাচজয়হারনেট রানরেটপয়েন্ট
কলকাতা নাইট রাইডার্স (কোয়ালিফাই)১২+১.৪২৮১৮
রাজস্থান রয়্যালস১২+০.৩৪৯১৬
চেন্নাই সুপার কিংস১৩+০.৫২৮১৪
সানরাইজার্স হায়দরবাদ১২+০.৪০৬১৪
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু১৩+০.৩৮৭১২
দিল্লি ক্যাপিটালস১৩-০.৪৮২১২
লখনউ সুপার জায়ান্টস১২-০.৭৬৯১২
গুজরাট টাইটানস১২-১.০৬৩১০
মুম্বই ইন্ডিয়ান্স১৩-০.২৭১
পঞ্জাব কিংস১২-০.৪২৩

কোন অঙ্কে আইপিএলের প্লে-অফে CSK এবং RCB উঠবে?

সিএসকে এবং আরসিবি দুটি দলই ১৩টি করে ম্যাচ খেলে ফেলেছে। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে আগামী শনিবার (১৮ মে) মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচের ফলাফল এবং অন্যান্য ম্যাচের ফলের উপর নির্ভর করবে যে ধোনি এবং বিরাটের দল প্লে-অফে যাবে কিনা। কোন অঙ্কে সেটা সম্ভব হবে, তা দেখে নিন।

১) চিন্নস্বামী স্টেডিয়ামে দক্ষিণ ভারতের ‘এল ক্লাসিকো’-য় আরসিবিকে জিততেই হবে। তাহলে ১৪ পয়েন্টে পৌঁছাবে। তবেই আইপিএলের প্লে-অফে একইসঙ্গে সিএসকে এবং আরসিবিকে দেখার বাকি অঙ্কগুলি কাজে লাগবে। আরসিবি যদি হেরে যায়, তাহলে ১২ পয়েন্টেই আটকে থাকবে। আর আইপিএল থেকে ছুটি হয়ে যাবে। কারণ ইতিমধ্যে চারটি দলের পয়েন্ট ১৪ বা তার বেশি হয়ে গিয়েছে।

২) আরসিবি জিতল। তাহলে ১৪টি ম্যাচের শেষে সিএসকে এবং আরসিবির পয়েন্ট হবে ১৪। এবার বিভিন্ন পারমুটেশন-কম্বিনেশন কাজে দেবে। 

— আর সেটার জন্য প্রথম শর্ত হল যে সানরাইজার্স হায়দরাবাদকে দুটি ম্যাচেই হারতে হবে। বৃহস্পতিবার গুজরাটের বিরুদ্ধে নামবে সানরাইজার্স। আগামী রবিবার (১৯ মে) পঞ্জাবের মুখোমুখি হবে। 

আরও পড়ুন: IPL 2024: MI ম্যাচে খেলতে নামার আগে গোটা রাত ঘুমোতে পারেননি KKR-এর নীতীশ রানা, কিন্তু কেন?

সেই দুটি ম্যাচেই সানরাইজার্স হেরে গেলে ১৪ ম্যাচের শেষে হায়দরাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরুর পয়েন্ট হবে ১৪। সেক্ষেত্রে নেট রানরেটের ভিত্তিতে নির্ধারিত হবে যে কোন দুটি দল প্লে-অফে যাবে। আপাতত নেট রানরেটের যা হাল, তাতে অভাবনীয় কিছু না হলে সানরাইজার্স পিছিয়ে যাবে। প্লে-অফে উঠে যাবে সিএসকে এবং আরসিবি। 

— সানরাইজার্স, সিএসকে এবং বেঙ্গালুরু ছাড়াও আরও তিনটি দল ১৪ বা তার বেশি পয়েন্টে শেষ করতে পারবে - দিল্লি, লখনউ এবং গুজরাট। গ্রুপ পর্যায়ে দিল্লির শেষ ম্যাচটা হল লখনউয়ের বিরুদ্ধে। দিল্লি হারলে আইপিএল থেকে ছিটকে যাবে। লখনউ অঙ্কের বিচারে টিকে থাকবে।

যদি ঋষভ পন্তরা জিতে যান, তাহলে ১৪ ম্যাচের শেষে ঝুলিতে থাকবে ১৪ পয়েন্ট। সেক্ষেত্রে নেট রানরেটের ভিত্তিতে নির্ধারিত হবে যে সিএসকে, আরসিবি, সানরাইজার্স, দিল্লি এবং লখনউয়ের (মুম্বইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ জিতবে ধরে) মধ্যে কোন দুটি দল প্লে-অফে যাবে। সানরাইজার্স, দিল্লি এবং লখনউয়ের নেট রানরেটের যা অবস্থা, তাতে সিএসকে এবং আরসিবি প্লে-অফে উঠে যাবে। 

দিল্লি-লখনউ ম্যাচে রাহুলরা জিতে গেলে তাঁদের ঝুলিতে থাকবে ১৪ পয়েন্ট (১৩ ম্যাচ)। আর শেষ ম্যাচে মুম্বইকে হারিয়ে দিলে ১৬ পয়েন্টে পৌঁছে যাবে। তখন বড়জোর সিএসকে বা আরসিবির মধ্যে একটি দল পৌঁছাতে পারবে। সেক্ষেত্রে সিএসকে এবং আরসিবির দু'দলের প্লে-অফের ওঠার জন্য লখনউকে একটি ম্যাচে হারতেই হবে। তাহলে ১৪ পয়েন্টে আটকে থাকবে। আর নেট রানরেটের নিরিখে প্লে-অফের শেষ দুটি স্থানের জন্য লড়াই হবে সিএসকে, আরসিবি, সানরাইজার্স, দিল্লি এবং লখনউয়ের। তাতে ‘ফেভারিট’ হল সিএসকে এবং আরসিবি।

আরও পড়ুন: Rohit inside KKR dressing room: KKR-র ড্রেসিংরুমে ঢুকে আড্ডা রোহিতের! নেটপাড়া বলল '২০২৫-র স্ট্র্যাটেজি বানালেন'

তাছাড়া আরও একটি দল ১৪ পয়েন্টে পৌঁছাতে পারে, সেটি হল গুজরাট। কেকেআর (আজ) এবং সানরাইজার্সের (বৃহস্পতিবার) বিরুদ্ধে খেলবেন শুভমন গিলরা। যদি দুটি ম্যাচেই জেতেন, তাহলে ১০ পয়েন্ট থেকে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ লিগের খেলা শেষ করবেন। সেক্ষেত্রে ১৪ পয়েন্টে থাকতে পারে ছ'টি দল - সিএসকে, আরসিবি, সানরাইজার্স, দিল্লি, লখনউ এবং গুজরাট (সব শর্ত পূরণ হলে)। আর নেট রানরেটের নিরিখে প্লে-অফে চলে যাবে সিএসকে এবং আরসিবি।

CSK ও RCB প্লে-অফে উঠলে কী হবে সূচি?

১) প্রথম কোয়ালিফায়ার: কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস, ২১ মে, আমদাবাদ।

২) এলিমিনেটর: চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, ২২ মে, আমদাবাদ।

৩) দ্বিতীয় কোয়ালিফায়ার: প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল বনাম এলিমিনেটরের জয়ী দল, ২৪ মে, চেন্নাই।

৪) ফাইনাল: প্রথম কোয়ালিফায়ারের জয়ী দল এবং দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল, ২৬ মে, চেন্নাই।

আরও পড়ুন: IPL 2024 Orange and Purple Cap List: বেগুনি টুপির তালিকায় বড় লাফ তুষার এবং খালিলের, অরেঞ্জ ক্যাপের দখল রাখলেন কোহলিই

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

Uganda Women বনাম Cameroon Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? হিন্দু মেয়েকে বিয়ে, সলমনের বাবা বলছেন, ‘শ্বশুরমশাই বলেছিলেন, ধর্ম তোমাদের এক…' ছোঁবেন নেহরুকে, রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদী ‘মুসলিমরা জনসংখ্যা বাড়ার কারণ’! হাম দো হামারে বারাহ মুক্তির অনুমতি দিল আদালত পাকিস্তানকে হারানোর পর সৌরভকে শুভেচ্ছা Oracle-এর, উঠল মাইনে বাড়ানোর দাবি! ভোটে হার, ‘ষড়যন্ত্রে'র গন্ধ’? প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে স্কটল্যান্ড, ভারতের ওপর মার্কিনরা!একঝলকে পয়েন্ট তালিকা বালু, জীবনের বিধানসভায় পিছিয়ে TMC, বিপুল ভোটে এগিয়ে থাকল পার্থ, মানিকের এলাকা Rwanda Women বনাম Zimbabwe A Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? শুরু NDA-র বৈঠক, কারও চাই রেল, কারও বিশেষ প্যাকেজ, BJP-র শরিকদের কার কী দাবি?

Latest IPL News

'IPL-এর ব্যর্থতা ঢাকতে ডিভোর্সের নাটক!' হার্দিক-নাতাশার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ MLC 2024-তে খেলবেন কামিন্স, San Francisco Unicorns-এর সঙ্গে হল ৪ বছরের চুক্তি T20 WC 2024-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ট্র্যাভিস হেড- কামিন্সের বড় বার্তা IPL 2025-এর আগেই CSK-র মালিক ইন্ডিয়া সিমেন্টস বড় দায়িত্ব দিল অশ্বিনকে! T20 WC 2024 IND vs IRE: মিটল তিক্ততা! অনুশীলনে কাছাকাছি এলেন রোহিত ও হার্দিক মার্শের দরকার পড়লে নেবে পরামর্শ! আমি তো রাজি, হঠাৎ কেন বললেন কামিন্স? IPL অতীত, T20 WC-এ আলাদা হার্দিককে পাওয়া যাবে- আশাবাদী ক্যারিবিয়ান প্রাক্তনী কয়েক সপ্তাহ কেন প্রফেশনাল ক্রিকেট খেলেননি! জানালেন ইংল্যান্ডের তারকা পেসার নিলামে GT রাখবে কিনা, তা নিয়ে ভাবার সময় নেই, এখন খেলাতেই ফোকাস করতে চান সুদর্শন বড় পদক্ষেপ নিলেন অজিঙ্কা রাহানে, এবার লেস্টারশায়ারের জার্সি পরে নামবেন মাঠে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.