বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FA Cup-চেলসিকে ১-০ গোলে হারিয়ে FA কাপের ফাইনালে সিটি, এবার কি ম্যাঞ্চেস্টার ডার্বি?

FA Cup-চেলসিকে ১-০ গোলে হারিয়ে FA কাপের ফাইনালে সিটি, এবার কি ম্যাঞ্চেস্টার ডার্বি?

চেলসির বিরুদ্ধে জয়ের পর পেপ গুয়ার্দিওয়ালা। ছবি- রয়টার্স (Action Images via Reuters)

চেলসিকে ১-০ গোলে হারানোর পর গুয়ার্দিওয়ালা বলছেন, ‘আজকের ম্যাচে ছেলেরা কিভাবে খেলে জিতেছে আমি সেটা ভেবেই অবাক হচ্ছি। তিন দিনের মধ্যে দুটো ম্যাচ। গত ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে ১২০ মিনিট খেলতে হয়েছে। তারপর শনিবার ম্য়াচ দেওয়া হল। অথচ কভেন্ট্রি সিটি এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে এতদিন বিশ্রাম দেওয়া হল’।

দুধের স্বাদ ঘোলে মেটাল ম্যাঞ্চেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কদিন আগেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে ছিটকে গেছে পেপ গুয়ার্দিওয়ালার দল। সপ্তাহ শেষের আগেই সেই জ্বালা কিছুটা জুড়িয়ে নিলেন সিটির ফুটবলাররা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকার মিস করা বার্নার্ডো সিলভাই গোল করে এফএ কাপের ফাইনালে তুললেন দলকে। চেলসিকে সেমিফাইনালে ১-০ গোলে হারিয়ে দিল ডি ব্রুইন, ওয়াকাররা। অবশ্য গোলের দেখা পেতে ম্যাচের প্রায় শেষ লগ্ন পর্যন্ত অপেক্ষা করতে হয় সিটিকে। ম্যাচে একাধিকবার গোলমুখ খোলার সুযোগ পেলেও সঠিক বক্স স্ট্রাইকারের অভাবে ভুগতে হয় মরিসিও পচেত্তিনোর চেলসিকে। সিটির সমস্যা হয়ে দাঁড়ায় স্ট্রাইকার আর্লিং হালান্ডের চোট। যদিও শেষমেষ হালান্ডের চোটের ধাক্কা কাটিয়ে দলকে জয় এনে দেন বার্নার্ডো সিলভারা। 

আরও পড়ুন-ফের চতুর্থ, অল্পের জন্য এফআইজি অ্যাপারাটাস ওয়ার্ল্ডকাপে পদক হাতছাড়া দীপার

ম্যাচের শুরুতে কয়েকটি সুযোগ পেয়ে গেছিল চেলসি। ওয়েম্বলি স্টেডিয়ামে খেলার শুরুর দিকে কিছুটা জড়তা লক্ষ্য করা যায় ওয়াকার, গ্রিলিশদের খেলায়। কোল পালমারের শট দুরন্ত দক্ষতায় বাঁচিয়ে দেন সিটির গোলরক্ষক অর্টেগা। চেলসির স্ট্রাইকার জ্যাকসন সহজ সুযোগ পেলেও প্রথমার্ধে তা কাজে লাগাতে ব্যর্থ হন। বিরতির পরেও চেলসির নিকোলাস জ্যাকসন আরও দুবার গোলমুখী শট নেন। এক্ষেত্রেও চীনের প্রাচীরের ভূমিকায় অবতীর্ণ হন সিটির জার্মান গোলরক্ষক অর্টেগা। এডারসনের অনুপস্থিতিতে দলের নিশ্চিত পতন রক্ষা করেন তিনি। আক্রমনে বারবারই হালান্ডের অভাব টের পাচ্ছিল সিটি। আলভারেজরা খুব একটা সুবিধা করতে পারছিলেন না, যদিও বল পজিশন সিটির আওতায় ছিল সিংহভাগ সময়। গোলে শটও বেশি নিয়েছিলেন তাঁরাই। কিন্তু এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে করা নিজের ভুল শুধরে নেন সিটির পর্তগিজ মিডফিল্ডার বার্নার্ডো সিলভা।

আরও পড়ুন-ISL -৬১,৭৭৭-তে অভিভূত FSDL! মোহনবাগান উঠলে ISL ফাইনাল হবে কলকাতায়, নাহলে পুঁচকে মুম্বইয়ে

কেভিড ডি ব্রুইনের ক্রস চেলসির গোলরক্ষক পেট্রোভিচ ক্লিয়ার করতে যান। কিন্তু গোলরক্ষকের পায়ে লাগার পর ফিরতি বল পেয়ে যান বার্নার্ডো সিলভা। বক্সের ভিতর অমন সোনায় সোহাগা সুযোগ নষ্ট করেননি পর্তুগিজ মিডফিল্ডার। সরাসরি জোড়ালো শটে চেলসি গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন তিনি। যদিও সেই গোলেও ছিল ডিফ্লেকশন, তবুও তা জালে জড়িয়ে যায়। ৮৪ মিনিটে করা তাঁর সেই গোলের সুবাদেই সেমিফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত চেলসিকে ১-০ গোলে হারিয়ে দেয় ম্যাঞ্চেস্টার সিটি। 

আরও পড়ুন-অসুস্থতা নিয়েই হোটেল রুমে ওড়িশা বধের নীল নকশা তৈরি করলেন হাবাস

ম্যাচ জিতলেও এফএ কাপের আয়োজক এবং সম্প্রচারকারী সংস্থার ওপর বেজায় ক্ষুব্ধ পেপ গুয়ার্দিওয়ালা। মাত্র তিন দিনের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার পর শনিবার এফএ কাপ সেমিফাইনাল খেলতে হওয়ার বেজায় চটেছেন সিটির স্প্যানিশ কোচ। গুয়ার্দিওয়ালা বলছেন, ‘এটা কখনও হওয়া উচিত নয়। আজকের ম্যাচে ছেলেরা কিভাবে খেলে জিতেছে আমি সেটা ভেবেই অবাক হচ্ছি। তিন দিনের মধ্যে দুটো ম্যাচ। গত ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে ১২০ মিনিট খেলতে হয়েছে। তারপর শনিবার ম্য়াচ দেওয়া হল। অথচ অন্য সেমিফাইনালের দুই দল কভেন্ট্রি সিটি এবং ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, তাদের এই সপ্তাহ কোনও খেলা ছিল না, কিন্তু তারা ম্যাচ খেলবে রবিবার। আমাদের ফুটবলারদের স্বার্থে কেন একদিন অতিরিক্ত সময় দেওয়া হল না’?।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাস ভাড়ার তালিকা টাঙাতে নির্দেশ পরিবহণ দফতরের, চাপে পড়ল বাসমালিক সংগঠন ‘ক্রিকেটারদেরও মান সম্মান আছে’, রাহুলের পাশে দাঁড়িয়ে গোয়েঙ্কাকে এক হাত শামির কদিন আগে রেজিস্ট্রি, নতুন শুরু ‘মিশকা’র! জানেন, বয়সের কত পার্থক্য অহনা-দীপঙ্করের হাই কোলেস্টেরল থাকলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি, এখনই হয়ে যান সাবধান ৩৫-এর বিরাট যেন মানুষ নয় যন্ত্র, রান মেশিন কোহলি তাক লাগালেন সুপার রান আউট করে শুধু উন্নয়ন নয়, জয়ের মার্জিনেও ডায়মন্ডকে ১ নম্বর করতে চান অভিষেক, জমা মনোনয়ন অক্ষয় তৃতীয়ায় সোনা কিনতে চান ঘরে বসেই? ব্লিনকিট, সুইগি ইনস্টামার্ট রয়েছে! দর কত? অমিত শাহের সভা বাতিল হয়ে গেল, শেষ মুহূর্তে এমন পরিস্থিতির নেপথ্য কারণ কী?‌ বয়স সবে ২০! ৭ জুলাই বিয়ে বিগ বস ১৬-র ৩ ফুট উচ্চতার প্রতিযোগী আবদু রোজিক তিস্তা প্রজেক্টে আগ্রহী ভারত, লোলুপ দৃষ্টি চিনের! তারই মাঝে দিল্লি-ঢাকা বৈঠক

Latest IPL News

‘ক্রিকেটারদেরও মান সম্মান আছে’, রাহুলের পাশে দাঁড়িয়ে গোয়েঙ্কাকে এক হাত শামির ৩৫-এর বিরাট যেন মানুষ নয় যন্ত্র, রান মেশিন কোহলি তাক লাগালেন সুপার রান আউট করে ৫০ করেই মাঠের মাঝখানে গানশট সেলিব্রেশন করলেন রিলি রসউ, পালটা দিলেন বিরাট কোহলি নিজেকে ধোনি মনে করছেন, হার্দিকের অধিনায়কত্বে অহংকার দেখা যাচ্ছে- ডি'ভিলিয়ার্স ভক্তদের কাছে ক্ষমা চাইছি: প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়ে কী বললেন স্যাম কারান? IPL 2024: দ্রাবিড়কে পিছনে ফেললেন কার্তিক, RCB জার্সিতে গড়ে ফেললেন এক নয়া নজির IPL-এ ধোনিকেও নেতৃত্ব থেকে সরিয়েছিলেন গোয়েঙ্কা, এবার ছাঁটতে পারেন রাহুলকে মরণ-বাঁচন ম্যাচে পঞ্জাবকে উড়িয়ে প্লে-অফের লড়াইয়ে ভেসে রইল RCB, পরিত্রাতা কোহলি স্ট্রাইক রেট বেশি রাখতে চাইছিলাম! ৪৭ বলে ৯২ রান করেই খোঁচা বিরাটের, নিশানায় কে? IPL-এর শেষ ২ ম্যাচে নেতৃত্ব ছাড়ছেন রাহুল! পরের মরশুমে লোকেশকে ছাড়ার পথে LSG

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.