১২ মার্চ মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র। যারফলে বিশেষ ৩ টি রাশিতে সুপ্রভাব পড়বে। এরফলে এই সময়কালে আকস্মিক ধনলাভ ও উন্নতির যোগ দেখা যাবে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এই সময়কালে লাভের মুখ দেখতে চলেছে।
1/5বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে একটি নির্দিষ্ট সময়ের পর পর বিভিন্ন গ্রহ তার রাশি পাল্টায়। আর তার ফলে ১২ রাশির মধ্যে বিভিন্ন রাশিতে তার সুপ্রভাব পড়তে থাকে। এই রাশি পরিবর্তনের ইতিবাচক প্রভাব বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ওপর পড়ে। রাত পোহালেই ১২ মার্চ রয়েছে শুক্রের গোচর। তারও প্রভাব পড়বে সমস্ত রাশিতে।
2/5১২ মার্চ মেষ রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র। যারফলে বিশেষ ৩ টি রাশিতে সুপ্রভাব পড়বে। এরফলে এই সময়কালে আকস্মিক ধনলাভ ও উন্নতির যোগ দেখা যাবে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এই সময়কালে লাভের মুখ দেখতে চলেছে।
3/5মেষ- শুক্রের গোচর মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে বহু দিক থেকে সৌভাগ্য এনে দেবে। কিছু দিক থেকে অস্থিরতা হতে পারে। তবে ধন সম্পদের বৃদ্ধি উত্তরোত্তর হতে থাকবে। অনেকটা টাকা সঞ্চয় করতে পারবেন। নতুন কোনও চাকরির অফার পেতে পারেন। যাঁরা অবিবাহিত তাঁদের বিয়ের যোগ আসতে পারেন। অংশিদারির ব্যবসায় হবে লাভ। বিদেশ থেকে কোনও ভালো পরিমাণ অর্থ পেতে পারেন। কোনও উদ্বেগ থাকলে তা কমে যাবে।
4/5সিংহ-শুক্র গোচর শুভ ফলদায়ী হতে পারে। শুক্র গ্রহ আপনার রাশিতে নবমভাবে রয়েছেন। চাকরি পেশার সঙ্গে যুক্ত লোকজনরা প্রমোশন পেতে পারেন। সৌভাগ্য আসতে পারে জীবনে। যাঁরা চাকরির সন্ধান করছেন, তাঁরা পেতে পারেন চাকরি। সন্তানের সুখ পেতে পারেন। বিদেশ যাত্রা হতে পারে। বিয়ের যোগ আসতে পারে অবিবাহিতদের।
5/5কর্কট-শুক্রের গোচর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুভফলদায়ী হবে। ভালো সুযোগ পেতে পারেন। পেতে পারেন নতুন চাকরি। কোনও সিনিয়র অফিসারের থেকে পেতে পারেন কর্মস্থলে তিরস্কার। কোনও পৈতৃক সম্পত্তি এই সময় পেতে পারেন। মান সম্মানের প্রাপ্তি হতে পারে। প্রশাসনিক ও রাজনীতির সঙ্গে জড়িত লোকজনের ক্ষেত্রে এই সময় খুবই ভালো কাটবে। কোনও আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন।(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতার দাবি করে নাহিন্দুস্তান টাইমস বাংলা )