ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। বাইকে করে যাওয়ার সময় পিছন থেকে ধাক্কা মারে একটি লরি। তার জেরে দুজন বাইক আরোহীর মৃত্যু হয়। আজ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে সোনারপুরের রাজপুর এলাকায়। এছাড়াও আরও দুজন আহত হয়ে ভরতি রয়েছেন হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে সাত সকালে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দেহ আটকে বিক্ষোভ করেন স্থানীয়রা। মৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তা জানার চেষ্টা করছে সোনারপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ বাইক-ভ্যানের সংঘর্ষে গুরুতর আহত হয়েছিল, গ্রিন করিডর করেও বাঁচানো গেল না কিশোরকে
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাইকে চেপে ৩ জন কাজে যাচ্ছিলেন। কালীতলা মোড় থেকে রাজপুরে যাওয়ার পরেই ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, পিছন থেকে ওই বাইকে ধাক্কা মারে একটি লরি। তারফলে বাইক থেকে ছিটকে পড়েন আরোহীরা। তাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। মৃত দু’জন বাইকআরোহী বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ছাড়া দু’জন আহত হয়েছেন। যার মধ্যে একজন বাইক আরোহী ছাড়াও রয়েছেন এক পথচারী। স্থানীয়দের বক্তব্য, এদিন সকাল ৫টা ৪০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। বিকট শব্দ শুনে সেখানে তড়িঘড়ি পৌঁছে যান স্থানীয়রা। তারাই প্রাথমিকভাবে উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে পৌঁছয় সোনারপুর থানার পুলিশ।
এদিকে, দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। সেখানে দেহ আটকে বিক্ষোভ করেন স্থানীয়রা। তাদের দাবি, অবিলম্বে লরি চালককে গ্রেফতার করতে হবে, তা না হলে তারা দেহ ছাড়বে না। পরে লরিচালককে গ্রেফতারের আশ্বাস পেয়ে বিক্ষোভ উঠিয়ে নেন স্থানীয়রা। এই ঘটনার পরে তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতক লরির সন্ধান করছে সোনারপুর পুলিশ।
এদিন দুর্ঘটনার বিষয়ে স্থানীয়দের অনেকের অভিযোগ, এই এলাকায় কোনও স্পিড ব্রেকার নেই। বাইক থেকে শুরু করে সমস্ত গাড়ি দ্রুত গতিতে যাতায়াত করে। এর ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। পুলিশ প্রশাসনের কাছে এনিয়ে অভিযোগ জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি। যার জেরে আজ ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। তবে মৃতদের নাম পরিচয় জানা না গেলেও প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, তারা ডাবর সংস্থার কর্মী ছিলেন। কিছুটা দূরে রয়েছে কারখানা। সেই পথে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে।