যারা আমাকে ফাঁসিয়েছে সময়মতো সবার নাম বলব। রামপুরহাট মেডিক্যাল কলেজে চিকিৎসা করাতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন বগটুই গণহত্যায় অন্যতম অভিযুক্ত আনারুল হোসেন। গত প্রায় ১৪ মাস ধরে জেলবন্দি রয়েছেন তিনি।
এদিন হাসপাতালে ডাক্তার দেখিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন আনারুল। বলেন, ‘জেলে কারও শরীর ভালো থাকে? আমার মতো ভালো ছেলে জেল খাটছে। আমাকে ফাঁসানো হয়েছে। আমার কী অপরাধ ছিল? আমার বাড়ি আলাদা। আমার অঞ্চল আলাদা। যারা আমাকে ফাঁসিয়েছে তাদের সবার নাম সময়মতো বলব।’
২০২২ সালের ২১ মে রামপুরহাটের বগটুইয়ে খুন হন তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ। এর পর ভাদু শেখের অনুগামীরা গ্রামের একাধিক বাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। যাতে নারী - শিশুসহ মোট ১০ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় তৎকালীন তৃণমূলের ব্লক সভাপতি আনারুলের দিকে অভিযোগের আঙুল তোলেন গণহত্যায় নিহতদের পরিজনরা। এর পর আনারুলকে গ্রেফতার করে রাজ্য পুলিশের SIT. পরে আদালতের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।
এদিন জেলে অনুব্রতকে দেখতে তৃণমূলের প্রতিনিধিদলের সফর নিয়ে আনারুল বলেন, ওসব বড় ব্যাপার। বড় নেতারা বলতে পারবেন। আমার সঙ্গে জেলে কেউ দেখা করতে আসেনি।