বিতর্কে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা। দলের এক চা শ্রমিক নেতা তাঁর বিরুদ্ধে দলবিরোধী কাজকর্মের অভিযোগ তুলেছেন। 'তোলাবাজির অভিযোগে' কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে বিজেপির চা শ্রমিক সংগঠন 'ভারতীয় টি ওয়ার্কাস ইউনিয়ন'-এর উপদেষ্টা পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। উল্টো তিনিই ওই শ্রমিক নেতাকে বহিষ্কার করার দাবি করেছেন।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে করে বারলাকে বহিষ্কারের দাবি করেন 'ভারতীয় টি ওয়ার্কাস ইউনিয়ন'-এর সভাপতি যুগল ঝা। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি পঙ্কজ তেওয়ারি এবং সাধারণ সম্পাদক বিষ্ণু রায়। তাঁদের দাবি, একই সঙ্গে বহিষ্কার করা হয়েছে বারলা ঘনিষ্ঠ আরও তিনজনকে। তাঁরা হলেন, উইলিয়াম মিনজ, তোপেন সোরেন ও পারশ চিক বরাইক।
(পড়তে পারেন। দলের 'সেকেন্ড লিডারশিপ' তৈরি! দিল্লি পর্বে অভিষেক কি তা প্রমাণ করতে পারলেন?)
(পড়তে পারেন। 'ওটা কি হাট না ডায়মন্ড হারবার?' অভিষেকের আটক হওয়া নিয়ে কটাক্ষ শুভেন্দুর)
তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন জন বারলা। তাঁর দাবি, যুগল ঝার দাবি ভিত্তিহীন। পাল্টা দল বিরোধী কাজ ও তোলাবাজির অভিযোগে যুগল-সহ তিন জনকে আগেই বহিষ্কার করা হয়েছে তিনি জানান।
বারলা বলেন, 'আমি নিজে সংগঠনের চেয়ারম্যান। কয়েকদিন আগে দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করে যুগল ঝাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সে আমাকে কেমন করে বহিষ্কার করবে। ও তো নিজেই সংগঠন বিরোধী কাজের সঙ্গে যুক্ত।' যদিও যুগল ঝা দাবি, 'মালিকদের সঙ্গে বসে সমঝোতা চাইছেন যুগল। তাদের থেকে টাকা, চা-পাতা সহ নানা ধরনের সুবিধা নেন বারলা।'
তবে পরস্পরের বিরুদ্ধে যেভাবে দুপক্ষ অভিযোগের আঙুল তুলেছেন তাতে রাজনৈতির মহলের মতে দলের দার্জিলিং জেলা সংগঠনের গোষ্ঠীদ্বন্দবই প্রকাশ্যে এসেছে।