দেশ – বিদেশে কৃতিত্বের সাক্ষর রেখে যে স্কুলের ছাত্র-ছাত্রীরা তারই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভ। প্রধান শিক্ষককে তালাবন্ধ করে দরজায় ছাত্রছাত্রীরা লিখল ‘হেডস্যার চোর’। ঘটনা উত্তর ২৪ পরগনার রাজবল্লভপুর হাইস্কুলের। একদা এলাকার অন্যতম সেরা স্কুলের এহেন পরিণতিতে উদ্বিগ্ন এলাকাবাসী।
রাজবল্লভপুর হাই স্কুলের প্রধান শিক্ষক সিকান্দর রবিদাসের বিরুদ্ধে অভিযোগ অবশ্য নতুন নয়। মাস কয়েক আগে প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ করেছিলেন কারিগরি শিক্ষার শিক্ষিকা। তবে শনিবার পরিস্থিতি চরমে পৌঁছয়। ছাত্রছাত্রীদের দাবি, শারীরশিক্ষার জন্য পরিকাঠামো তৈরির নাম করে তাদের কাছ থেকে টাকা তুলেছিলেন প্রধান শিক্ষক। কিন্তু কোনও পরিকাঠামো তৈরি হয়নি। শনিবার প্রধান শিক্ষকের কাছে ছাত্রছাত্রীরা টাকা ফেরত চাইতে গেলে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এর পর ছাত্রছাত্রীরা প্রধান শিক্ষককে তাঁর ঘরে তালাবন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। দরজায় লিখে দেয় ‘হেডস্যার চোর’।
ছাত্রছাত্রীদের অভিযোগ, হ্যাডস্যার আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তিনি আমাদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। টাকা ফেরত চাইলে দিচ্ছেন না। উলটে হুমকি দিচ্ছেন। এই প্রধান শিক্ষকের অপসারণ চাই।
ছাত্র বিক্ষোভ নিয়ে মুখ খুলতে চাননি স্কুলের অন্য কোনও শিক্ষক। তবে স্থানীয় এক বাসিন্দা জানান, একসময় রাজবল্লভপুর স্কুলের খ্যাতি ছিল গোটা জেলায়। তখন এখানে একাদশ শ্রেণিতে সংখ্যাতত্ত্ব, কম্পিউটার সায়েন্সের মতো বিষয় পড়া যেত। স্কুলের বহু ছাত্র-ছাত্রী সারা বিশ্বে খ্যাতির নজির রেখেছে। আজ সেই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছে ভেবে খারাপ লাগছে।