রিঙ্কু সিংকে কেন টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল দলে রাখা হয়নি? তা নিয়ে যুক্তি সাজানোর চেষ্টা করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দফতরে সাংবাদিক বৈঠকে আগরকর দাবি করেন, রিঙ্কুকে মূল দলের বাইরে রাখার যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সেটা সম্ভবত কঠিন কাজ ছিল। রিঙ্কু এমন কোনও কাজ করেননি, যে কারণে তাঁকে দলে রাখা হবে না। কিন্তু দলের কম্বিনেশনের কথা ভেবে রিঙ্কুকে ১৫ জনের দলে রাখা যায়নি বলে দাবি করেন আগরকর। শুভমন গিলের ক্ষেত্রেও সেই কথাটা প্রয়োজ্য বলে দাবি করেন তিনি।
ভারতের নির্বাচক প্রধান বলেন, ‘এটা আমাদের পক্ষে সবথেকে কঠিন সিদ্ধান্ত ছিল। এতে ওর কোনও দোষ নেই বা ও এমন কোনও কাজ করেনি, যেটা ভুল ছিল। কিন্তু আমাদের মূল দলে যত বেশি সুযোগ থাকে, সেটা চাইছিলাম আমরা। আমাদের মনে হয়েছিল যে দলে বাড়তি বোলার থাকলে বেশি সুবিধা হবে। রোহিত যেমনটা বলল, আমরা এখনও (ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার) পরিস্থিতি নিয়ে বেশি কিছু জানি না। রিঙ্কুর জন্য এটা দুর্ভাগ্যজনক। কিন্তু আমরা মূল দলে মাত্র ১৫ জনকে নিতে পারি। তবে রিজার্ভ দলে আছে। (বিশ্বকাপের মূল দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে) এতটাই কাছে চলে এসেছিল ও।'
যদিও সংশ্লিষ্ট মহলের বক্তব্য, ঠিক কোনদিক থেকে রিঙ্কুকে বাদ রাখলেন রোহিত-আগরকররা? এখন যেভাবে টি-টোয়েন্টি খেলা হয়, তাতে সম্ভবত সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ, রোহিত শর্মা এবং বিরাট কোহলির পরেই বিশ্বকাপের মূল দলে রিঙ্কুর নাম থাকা উচিত ছিল। অথচ একজন ‘প্রপার’ ফিনিশারকে দলেই রাখা হল না। যিনি ভারতের জার্সিতে ১১টি টি-টোয়েন্টি ইনিংসে ৩৫৬ রান করেছেন। স্ট্রাইক রেট ১৭৬.২৩।
রিঙ্কুকে বলির পাঁঠা করা হয়েছে, আক্রমণ দাগেন বিশ্বকাপজয়ী ভারতীয়
নিজের ইউটিউব চ্যানেলে রিঙ্কুর হয়ে গলা ফাটিয়ে কৃষ্ণচামারি শ্রীকান্ত বলেন, 'দক্ষিণ আফ্রিকায় ও ম্যাচ জেতানো ইনিংস খেলেছিল। আফগানিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচটা মনে আছে? যে ম্যাচে রোহিত শতরান করেছিল? ২২ রানে চার উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে ২১২ রান করেছিল। একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিল রিঙ্কু। যখনই ভারতের হয়ে খেলেছে, তখনই নিজের সবকিছু উজাড় করে দিয়েছে। এটা জঘন্য, এটা জঘন্য নির্বাচন। কেন চারজন স্পিনার লাগবে? কেন ওদের সবাইকে দেখতে হবে? কয়েকজনকে খুশি করতে এই নির্বাচন করা হয়েছে। আর রিঙ্কু সিংকে বলির পাঁঠা করে দিয়েছ।'
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাদ পড়া রিঙ্কুকে সঙ্গে নিয়েই মুম্বইয়ে শাহরুখ, SRK-র মহানুভবতায় মুগ্ধ ভক্তরা