বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > এবার আন্দোলনে নামলেন পাণ্ডুয়ার কৃষকরা, রাসায়নিক কারখানা গড়ার কাজ বন্ধ

এবার আন্দোলনে নামলেন পাণ্ডুয়ার কৃষকরা, রাসায়নিক কারখানা গড়ার কাজ বন্ধ

আন্দোলনে নামলেন কৃষকরা।

পাণ্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের সর্বমঙ্গলা এলাকায় পাঁচ একর জমিতে এই রাসায়নিক কারখানার কাজ শুরু হয়। রাসায়নিক তৈরির কারখানা গড়ে উঠলে মঙ্গলা, কুলবাড়ুই, মসুরিয়া, সোনটিকরি এবং ফতেপুর–সহ পর পর গ্রামে দূষণ ছড়িয়ে যেতে পারে। এই আশঙ্কা থেকেই পোস্টার হাতে আন্দোলন শুরু করেন গ্রামবাসী এবং কৃষকরা।

এবার হুগলি জেলায় রাসায়নিক কারখানা তৈরির প্রতিবাদে স্থানীয় মানুষজনকে নিয়ে আন্দোলনে নামলেন কৃষকরা। এখানে মিথ্যে কথা বলে জমি নেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এখানে কারখানা গড়ে তোলা হবে বলে জমি দিয়েছিলেন কৃষকরা। কিন্তু পরে তাঁরা জানতে পারেন কারখানা নয়, হবে রাসায়নিক কারখানা। যা শেষ করে দেবে মানুষের জীবন এবং কৃষকদের ফসল। এই কথা কৃষকরা জানতে পারার মধ্যে কেটে যায় ৬ মাস। এই ৬ মাসে রাসায়নিক কারখানার নির্মাণ কাজও শুরু হয়। স্থানীয় কৃষকদের অভিযোগ, এই রাসায়নিক কারখানা গড়ে উঠলে দূষণ ছড়াবে। তার জেরে ক্ষতিগ্রস্ত হবে চাষের জমি। এই বিষয়টি নিয়ে গ্রামের মানুষ, কৃষক পরিবার এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক হয়। কিন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও সদুত্তর মেলেনি। তখন আন্দোলনে নামতে হয় তাঁদের। চাপে পড়ে রাসায়নিক কারখানা তৈরির কাজ বন্ধ রাখা করতে হয়। হুগলির পাণ্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের সর্বমঙ্গলা এলাকায় এখন এটাই চর্চার বিষয়।

এদিকে স্থানীয় সূত্রে খবর, মুখে যা বলা হয়েছিল কাজে তা করা হচ্ছিল না। রাসায়নিক কারখানার কথা আগে বলা হয়নি। পরে সেটা অন্যভাবে জানতে পারেন কৃষক থেকে স্থানীয় মানুষজন। তখনই এই মিথ্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠেন তাঁরা। চাষের জমির ক্ষতি এবং পরিবেশের দূষণ বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দেন কৃষকরা। যদিও পাণ্ডুয়ার বিডিও সেবন্তী বিশ্বাস বলেন, ‘‌ওখানে একটি কারখানা হওয়ার কথা আছে। চলতি বছরের ৩১ জানুয়ারি জনশুনানি ছিল। সেখানে কারখানা কর্তৃপক্ষ, গ্রামবাসী ও দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সদস্যরা হাজির ছিলেন। তাঁদের মধ্যে আলোচনা হয়। তবে ওখানে কারখানা তৈরি হবে কি না তা বলতে পারব না। পুরো বিষয়টি জেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।’‌

অন্যদিকে কৃষকদের বলা হয়েছিল এখানে একটা যন্ত্র তৈরির কারখানা গড়ে তোলা হবে। এই বলে জমি নেওয়া হয় বলে কৃষকদের অভিযোগ। কিন্তু যত দিন গড়িয়েছে তত সেই কথার বিপরীতে কাজ শুরু হয়। কৃষকদের সন্দেহ হওয়ায় ওই প্রস্তাবিত কারখানার এক কর্মীর কাছে থেকে বিষয়টি জানতে চান। তখনই সামনে আসে রাসায়নিক কারখানার বিষয়টি। পাণ্ডুয়ার হরাল দাসপুর গ্রাম পঞ্চায়েতের সর্বমঙ্গলা এলাকায় পাঁচ একর জমিতে এই রাসায়নিক কারখানার কাজ শুরু হয়। রাসায়নিক তৈরির কারখানা গড়ে উঠলে মঙ্গলা, কুলবাড়ুই, মসুরিয়া, সোনটিকরি এবং ফতেপুর–সহ পর পর গ্রামে দূষণ ছড়িয়ে যেতে পারে। এই আশঙ্কা থেকেই পোস্টার হাতে আন্দোলন শুরু করেন গ্রামবাসী এবং কৃষকরা। তবে এই আন্দোলনে হস্তক্ষেপ করে পাণ্ডুয়া থানার পুলিশ– প্রশাসন।

আরও পড়ুন:‌ রাজ্য সরকারের আয় বাড়াতে পৃথক সেল গঠন, বাজেটের আগে বড় সিদ্ধান্ত নবান্নের

আর কী জানা যাচ্ছে? এই রাসায়নিক কারখানা গড়ে ওঠার প্রতিবাদে আন্দোলনের ঢেউ চরমে ওঠে। গ্রামবাসী অতনু সোরেন, মহম্মদ শাজাহানদের অভিযোগ, ’‌জমি কেনার সময় রাসায়নিক কারখানার কথা বলা হয়নি। পরে আমরা জানতে পারি এখানে রাসায়নিক কারখানা হবে। আর সেটা হলে এলাকায় দূষণ ছড়িয়ে পড়বে এবং মানুষ সুস্থভাবে বসবাস করতে পারবে না। আমরা তাই রাসায়নিক কারখানা বন্ধ করতে আন্দোলনে নামতে হয়। অন্য কোনও কারখানা হলে এলাকার মানুষ সহযোগিতা করবে এবং কাজ পাবে। পরিবেশ দূষণ থেকে মানুষ বাঁচবে।’‌

বাংলার মুখ খবর

Latest News

উপাসনাস্থল আইন নিয়ে সুপ্রিম নির্দেশ, স্বাগত জানালেন মুসলিম নেতৃত্ব, এসপি-কংগ্রেস Amla Benefits: শীতে চুল পড়বে না, এভাবে ব্যবহার করুন আমলকি সুন্দরবন এলাকায় পুনরায় সক্রিয় হচ্ছে ডাকাত দল, টহলদারি বাড়াল বাংলাদেশ প্রশাসন পরপর বারোটি ইয়র্কারের চেষ্টা করেছিল-বুমরাহকে স্কাউটের কাহিনি জানালেন জন রাইট ভ্যাট থেকে উদ্ধার প্লাস্টিকে মোড়া দেহ, খুন নাকি অন্যকিছু! চাঞ্চল্য ঠাকুরপুকুরে পা ফেলতেই পারছেন না তালাল, কোলে তুলে নামালেন ওড়িশা ফুটবলাররা, পুরো ছিটকে গেলেন? কতটা নিরাপদ কলকাতার স্ট্রিট ফুড? নামী বিরিয়ানিতেও বিষ রং!রইল পুরসভার রিপোর্ট তিন মাসেই শেষ হয়ে গেল ৩ বছরের নিষেধাজ্ঞা! মাঠে ফিরছেন শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার সেরা মানের স্বাস্থ্য পরিষেবা বিশ্বের এই ১০ দেশেই মেলে! দেখে নিন তালিকায় ফ্রিতে রাহাত আলি খানের কনসার্টের জন্য স্টেডিয়াম দিচ্ছে বাংলাদেশ সেনা

IPL 2025 News in Bangla

ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি! পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.