বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Kaliaganj Outrage: কালিয়াগঞ্জে খাটের তলা থেকে টেনে বার করে জামা জুতো খুলে পুলিশ পেটাল জনতা

Kaliaganj Outrage: কালিয়াগঞ্জে খাটের তলা থেকে টেনে বার করে জামা জুতো খুলে পুলিশ পেটাল জনতা

কালিয়াগঞ্জে খাটের তলা থেকে টেনে বার করে পুলিশকর্মীদের পেটাচ্ছে জনতা। 

বুধবার সকালে অনীতাদেবীর বাড়িতে গিয়ে দেখা যায় উঠোনে পড়ে রয়েছে পুলিশকর্মীদের জুতো, টিয়ার গ্যাসের সেলের খালি বাক্স। উঠোনের এক পাশে পড়ে রয়েছে আন্দোলনকারীদের ব্যবহার করা কাটারি।

কালিয়াগঞ্জে ঘরে বন্ধ করে পুলিশকর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে। মঙ্গলবার আদিবাসী ও রাজবংশীদের কালিয়াগঞ্জ থানা অভিযানের সময় থানা লাগোয়া একটি বাড়িতে প্রায় ২৫ জন পুলিশকর্মীকে ঘরে বন্ধ করে ৩ ঘণ্টা ধরে মারধর করে জনতা। পরে গুরুতর আহত পুলিশকর্মীদের উদ্ধার করে থানার বিশেষ বাহিনী।

মঙ্গলবারের ওই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যে বাড়িতে পুলিশকর্মীদের মারধর করা হয়েছে তার মালিক অনীতা পাল বলেন, ‘গন্ডগোলের সময় প্রাণ বাঁচাতে ২০ – ২৫ জন পুলিশকর্মী আমার ঘরে ঢুকে পড়েন। কিন্তু ওই ঘরের রাস্তার দিকে একটা জানলা ছিল। সেই জানলা দিয়ে ঘরে পুলিশকর্মীদের দেখতে পেয়ে যান আন্দোলনকারীরা। এর পর জানলা ভেঙে ঘরে ঢোকেন তাঁরা। তার পর পুলিশকর্মীদের বেধড়ক মারধর করতে থাকেন তাঁরা। লাঠি, ধারাল অস্ত্র নিয়ে চলে হামলা। পুলিশকর্মীদের জামা - জুতো খুলে পেটান তাঁরা। মারের চোটে গুরুতর আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী। সঙ্গে আমার ঘরও ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। লুঠ করা হয়েছে, ঘরের আলমারি ও বিছানার তলায় রাখা টাকা। প্রায় ৩ ঘণ্টা ধরে ধরে চলে তাণ্ডব। তার পর থানার বাহিনী এসে আহত পুলিশকর্মীদের উদ্ধার করে।’

বুধবার সকালে অনীতাদেবীর বাড়িতে গিয়ে দেখা যায় উঠোনে পড়ে রয়েছে পুলিশকর্মীদের জুতো, টিয়ার গ্যাসের সেলের খালি বাক্স। উঠোনের এক পাশে পড়ে রয়েছে আন্দোলনকারীদের ব্যবহার করা কাটারি। অনীতাদেবী বলেন, ঘটনার সময় পাশের বাড়িতে আশ্রয় নিয়ে কোনও ক্রমে প্রাণ বাঁচাই। এরকম ঘটনা ঘটবে কোনও দিন ভাবিনি।

ওদিকে বুধবার সকাল থেকে ক্রমশ স্বাভাবিক হচ্ছে কালিয়াগঞ্জ থানা চত্বর। রাতভর সেখানে চলে তল্লাশি। সকালে থানার সামনে রাস্তায় পড়ে থাকা ইট সরিয়ে ফেলে পুলিশ। রাতে সেখানে পৌঁছন এডিজি অজয় কুমার। তিনি জানিয়েছেন থানায় হামলা ও পুলিশকে মারধরের ঘটনায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

বাংলার মুখ খবর

Latest News

লুকিয়ে ক্লাসে ঢোকার চেষ্টা, উঠল হাসির রোল, ভাইরাল আইআইটি কানপুরের ভিডিয়ো বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে মাত্র ১০ রান করলেই ইতিহাস গড়বেন রোহিত বৃষ্টিতে যানজটে আটকে জোমাটোতে অর্ডার ব্যক্তির, ডেলিভারি বয়ের ভিডিয়ো ভাইরাল হত্যালীলায় মাতলেন অপরাধী, ৩ ঘণ্টায় প্রাণ গেল ৮১ প্রাণীর! বিবাহিত জীবনে মাধুর্য ফেরাতে আগামিকাল রাধাষ্টমীতে করুন এ কাজ, আসবে সুখ ও সৌভাগ্য আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্রথমবার পথে নামছেন BJP-র মিঠুন চক্রবর্তী! কবে-কখন? একদা ভর্তি নেয়নি মুম্বইয়ের কলেজ, লেকচার দিতে সেখানেই ফিরলেন গৌতম আদানি হুইস্কি মিশিয়ে আইসক্রিম বিক্রি করছিলেন দোকানদার! খবর পেয়ে তদন্তে এসে হতবাক পুলিশ হরিয়ানায় প্রার্থী তালিকায় চমক! জেসিকা খুনে দোষী মনু শর্মার মাকে টিকিট দিল BJP কেউ পড়তে চায় না, আঞ্চলিক ভাষায় ইঞ্জিনিয়ারিং পড়ানো বন্ধ করল বাংলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.