ফের রাজ্যে সরকারি চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্রের পর্দাফাঁস। হুগলির পান্ডুয়ার খান্নানে রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল আপের আড়ালে চলছিল প্রতারণাচক্র। প্রতারণায় যুক্ত থাকার অভিযোগে কলকাতার যাদবপুর থানা এলাকার বাসিন্দা এক মহিলাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পান্ডুয়া থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, যাদবপুর থানার মুকুন্দপুরের বাসিন্দা নিরুপমা চক্রবর্তী ও তার সঙ্গীরা বেশ কিছুদিন ধরে পান্ডুয়ার খন্নানে রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণাচক্র চালাচ্ছিলেন। হুগলিসহ বিভিন্ন জেলা থেকে চাকরি প্রার্থীদের রেলের গুদামে চাকরি দেওয়ার নাম করে টাকা নিতেন অভিযুক্তরা।
বুধবার চাকরিপ্রার্থীদের খন্নানের শিব মন্দির ফুটবল খেলার মাঠ সংলগ্ন একটি বাড়িতে কাগজে সই করাতে ডাকেন নিরুপমা। সেখানেই চাকরিপ্রার্থীরা জানতে পারে তারা প্রতারণার ফাঁদে পড়েছেন। এর পর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় তৃণমূল নেতা শান্তনু সরকার বিষয়টি জানতে পেরে পান্ডুয়া থানা ওসি প্রশান্ত ঘোষকে খবর দেন। পান্ডুয়া থানার পুলিশ নিরুপমা চক্রবর্তীসহ আরও দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে তাদের কথায় অসঙ্গতি পাওয়ায় গ্রেফতার করে।
প্রীত গুপ্তা নামে এক চাকরি প্রার্থী জানান, তাদের বলা হয়েছিল রেলের গুদাম এখন সরাসরি রেল চালাচ্ছে।সেখানে স্থায়ী চাকরি দেওয়া হবে।পুলিশ আসার পর ওই মহিলা বললেন রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য ফর্ম ফিলাপ চলছে। তখন বুঝলাম এটা প্রতারণাচক্র।
পান্ডুয়ার সিমলাগর চাঁপাহাটির বাসিন্দা বাবুন হাঁসদা চাকরির জন্য ত্রিশ হাজার টাকা দিয়েছিলেন। তিনি বলেন, আমার ও স্ত্রীর চাকরির জন্য টাকা দিয়েছিলাম। রেলের গুদামের আই কার্ড দেওয়া হয়। কিন্তু চাকরি হয়নি। তাঁর লিখিত অভিযোগে যাদবপুরের নিরুপমা চক্রবর্তী, গোঘাটের শ্রীকান্ত চামড়ে ও সৌভিক মন্ডলকে গ্রেফতার করে পান্ডুয়া থানার পুলিশ।