এই ঘটনার একেবারে পরতে পরতে রহস্য। এক জঙ্গল থেকে অপর জঙ্গলের দূরত্ব প্রায় ৫ কিমি। আর সেই দুটি পৃথক জঙ্গল থেকে উদ্ধার হল দুই ভাইয়ের দেহ। ঝুলন্ত অবস্থায় তাদের দেহ মিলেছে। একজনের নাম বিভাস ঘোষ (৩২) ও প্রভাস ঘোষ (৩০)। কালনার পূর্বস্থলীর পাটুলি হালদারপাড়ায় তাদের বাড়ি। একই রাতে তাদের দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে খবর। কিন্তু কেন তাদের এভাবে অস্বাভাবিক মৃত্যু হল?
সূত্রের খবর, জঙ্গলের গাছ থেকে তাদের দেহ ঝুলছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে তারা আত্মঘাতী হয়েছেন। কিন্তু কেন তাঁরা আত্মহত্যা করলেন? মনে করা হচ্ছে, মানসিক অবসাদে ভুগছিলেন তারা। পারিবারিক অশান্তিও থাকতে পারে। তার জেরেই তারা আত্মহত্যা করেন। কিন্তু কীসের এত অভিমান! কেন এত মন খারাপ!
যৌথ পরিবারে থাকতেন বিভাস আর প্রভাস। বিভাস বিবাহিত। স্ত্রী , কন্যা সন্তানও রয়েছে। প্রভাস অবিবাহিত। চাষ আবাদ, দুধের ব্যবসা করে দিন চলে যায়। বাড়ি থেকে প্রায় দু কিমি দূরে একটি জঙ্গলের কাছে প্রভাসের সাইকেল মেলে। এরপর গাছ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। আর অন্যদিকে সেই জঙ্গল থেকে প্রায় ৫ কিমি দূরে অপর একটি জঙ্গল থেকে উদ্ধার হয় বিভাসের ঝুলন্ত দেহ।
এদিকে পরিবারের দাবি, বাড়িতে কোনও অশান্তি ছিল এমনটাও নয়। রাগারাগির কোনও ঘটনাও হয়নি। সাইকেল নিয়ে দুজনে বেরিয়ে গিয়েছিলেন। তারপরেই এই ঘটনা। মাঝে তারা জমিতেও গিয়েছিলেন। কিন্তু তারপরে কোথায় যে কী হল তা কিছুতেই বুঝতে পারছে না পরিবার।
দুই ছেলের হলটা কী! তবে স্থানীয়দের একাংশের দাবি, বছর কয়েক আগে তাদের এক ঘনিষ্ঠ বন্ধু আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই দুজনে অবসাদগ্রস্ত অবস্থায় থাকতেন। বাড়িতেও চুপ করে থাকতেন। তাদের দাদুও আত্মহত্যা করেছিলেন। তারপরেও মন খারাপ করে বসে থাকতেন দুই ভাই। কিন্তু কেন যে দুই ভাই এমন কাজ করল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। আপাতত দেহ দুটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।