রাজ্যসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়ে রাজ্য ভাগ নিয়ে প্রশ্নের মুখে সাবধানী জবাব দিলেন অনন্ত মহারাজ। বৃহস্পতিবার বিজেপি নেতাদের সঙ্গে বিধানসভায় এসে মনোনয়ন পেশ করেন তিনি। এর পর তিনি বলেন, রাজ্য ভাগ হবে না এক থাকবে সেটা সংবিধান বলবে।
বৃহস্পতিবার দুপুরে বিজেপি নেতাদের সঙ্গে পশ্চিমবঙ্গ বিধানসভায় আসেন রাজবংশীদের নেতা অনন্ত মহারাজ। মনোনয়ন পেশ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘রাজ্যসভায় যাই। তার পর পৃথক রাজ্যের দাবির বিষয়টি নিয়ে আলোচনা করব। রাজ্য ভাগ হবে কি না সেটা সংবিধান বলবে। এখন এর থেকে বেশি বলব না। উত্তরবঙ্গ বঞ্চনার স্বীকার কি না সেটাও সময় বলবে।’
তিনি বলেন, ‘রাজ্যসভায় যেতে পেরে ভালো লাগছে। আমার ওপর একটা বড় দায়িত্ব দেওয়া হল। আমি মানুষের কথা রাজ্যসভায় তুলে ধরার চেষ্টা করব। দল যেভাবে নির্দেশ দেবে সেভাবে কাজ করব। রাজবংশীদের প্রতিনিধি হিসাবে অবশ্যই তাদের জন্য কাজ করব।’
গত মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা চলাকালীন কোচবিহারের চকচকায় অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন স্থানীয় সাংসদ নিশীথ অধিকারী। বেরিয়ে এসে তিনি জানান, অনন্ত মহারাজকে রাজ্যসভায় প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি তা গ্রহণ করেছেন।
আগামী ২৬ জুলাই রাজ্যে রাজ্যসভা নির্বাচন। আগামী মাসে রাজ্য থেকে রাজ্যসভায় ৬টি আসন খালি হচ্ছে। এছাড়া তৃণমূল সাংসদ লুইজিনহো ফেরেইরো পদত্যাগ করায় আগে থেকেই একটি আসন ফাঁকা রয়েছে। মোট ৭টি আসনের মধ্যে ৬টিতে তৃণমূলের জয় পাকা। একটি আসনে যাবে বিজেপির দখলে। সেই আসনে রাজ্য থেকে রাজ্যসভায় বিজেপির প্রথম সাংসদ হিসাবে যাচ্ছেন অনন্ত মহারাজ।